বিপদগামী তরুণ,,,,,

লিখেছেন লিখেছেন রায়হান আযাদ ০৯ অক্টোবর, ২০১৬, ০১:৩০:৩৭ দুপুর

আমি তরুণ , তারুণ্য আমার অহংকার,আমি যে সমাজে বসবাস করছি তা ধীরে ধীরে বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। সমাজের কিছু তরুণ বিপদগামী, তারা আবেগের বসীভূত হয়ে নানা অপরাধে নিজেকে জড়াচ্ছে। অবশ্যই এর পেছনে সমাজের কিছু মানুষ দায়ী যারা নিজেদের সার্থে তরুণদের বিপদের দিকে ঠেলে দিচ্ছে, তরুণরাও মোহে পড়ে অসাভাবিক জীবনের দিকে ধাবিত,তাদের পেছনে কিছু সমাজের প্রভাবশালী ব্যক্তি জড়িত। যাদের সাহায্যে অপরাধী হয়ে ও আইনের সামনে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে,দিন দিন নিজেকে নতুন অপরাধের সাথে জড়াচ্ছে, সমাজে এমন কোন অপরাধ নেই যার সাথে তারা জড়িত নয়। কোন অপরাধের শাস্তি না হওয়াতে আপরাধী বেড়ে যাচ্ছে, তারুণরা বিশ্বের বিভিন্ন ইতিহাস সৃষ্টি করেছে, এ তরুণরা আজ সমাজের জন্য অভিশাপ, তরুণদের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে সমাজের দায়িত্ববান ব্যক্তি,অভিবাবক সহ সবাইকে এগিয়ে আসতে হবে,আমরা সমাজকে বসবাসযোগ্য চাই,

হে তরুণ! তোমার জীবন নিয়ে জাতি স্বপ্ন দেখে।কাজী নজরুল, রবীন্দ্রনাথ সহ সকলে তারুণ্য পার করে এসেছে, তারাতো তোমার মত আচরণ করেনি,তারা সফলতা পেয়েছে, তুমি কেন পিছিয়ে পড়বে।

তাই  তরুণদের কাছে আমার বিনীত অনুরোধ, হে তরুণ!

পিছিয়ে পড়তেই পারো,তবে ঘুরে দাড়াবার প্রত্যয় হারিয়ে ফেল না। তোমাকে ছাড়া জাতি অন্ধকার দেখে। তোমাকেই নিয়ে পরবর্তীতে বইয়ে ইতিহাস লেখা হবে।তুমিই হবে পরবর্তীদের সত্যিকারের অগ্রজ। হে তরুন থামকে যেও না। তোমার পদচারনা হোক সফলতার শীর্ষে!!!

বিষয়: বিবিধ

১০০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File