আমি কেন ইসলামী ছত্রশিবিরকে সমর্থন করি ও ভালোবাসি....?

লিখেছেন লিখেছেন MD Waliullah Kawsar ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ১১:০৭:০৪ সকাল



যে সংগঠন অসৎ,অদক্ষ ছাত্রকে সৎ দক্ষ ও

একজন মেধাবী

ছাত্র হিসেবে তৈরী করে এবং এই সংগঠন

অনেক বেনামাজীকে নামাজ পড়তে

মসজিদে পাঠিয়েছে, কোরান শরীফ

শিক্ষা দিয়েছেন, ।

এবং তারই সাথে কোরান হাদিসকে করে

দিয়েছে তাঁর নিত্যসঙ্গী ।

.

যে সংগঠনের ভিশন হয় সমৃদ্ধ বাংলাদেশ

গড়ার লক্ষে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক

নাগরিক তৈরী সে সংগঠন একজন

দেশপ্রেমিক আমাদের উপহার দিতেও

জানে ।

.

যে সংগঠনের স্লোগান হয়, জনে জনে

দাওয়াত, সংগঠন সম্প্রসারণ, দেশের

স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও ইসলাম রক্ষার

আন্দোলন ।

সে সংগঠনের হাতে আমাদের দেশ ও

জাতি এবং ইসলাম রক্ষা হবে

এই সংগঠনের মাধ্যমেই দেশে ইসলাম

কায়েম ও কোরানের রাজ কায়েম করা

সম্ভব ।

.

আমি মনে করি ইসলামী ছাত্রশিবিরের

আন্দোলন ইসলামী আন্দোলন ও দেশ রক্ষার

আন্দোলন । আমি মনে করি ইসলামী

ছাত্রশিবির আমাদের একজন সৎ দক্ষ ও

দেশপ্রেমিক কোরান প্রেমিক, মেধাবী

উপহার দিতে পারবে ।

.

ইসলামী ছাত্রশিবিরকে আমি দেখেছি

আদর্শের পরিচয় দিতে সন্ত্রাসীকে বর্জন

করতে, ।

.

ছাত্রশিবির শিখিয়েছে জাতিকে সৎ দক্ষ

নেতৃত্ব দিতে ।

এই সংগঠনের নেতৃত্ব দেশ ও জাতিকে

আশার আলো দেখিয়েছে ।

.

এই সংগঠনের নেতা কর্মী সহ সকলেই

চারিত্রিক মাধুর্য দিয়ে সকল ছাত্র ও

দেশবাসীর মন জয় করতে সক্ষম হয়েছে ।

.

দ্বীনি অনুভূতি ও চারিত্রিক মাধূর্য দিয়ে

সময়োপ্রযোগি পন্থায় সকল জনশক্তির

দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে আমি

কেবল এই সংগঠনকেই দেখেছি ।

.

আমি এই সংগঠনে সব চেয়ে বেশী যা

দেখতে পাই

দ্বীনি জ্ঞানার্জন ও সবার জন্য প্রশিক্ষণ,

ছাত্রকল্যাণ ও ছাত্রান্দোলন ,

সমাজকল্যাণমূলক কাজ, ও ধৈর্য্য,

সহনশীলতা, বিচক্ষণতা ও ত্যাগ-কুরবানী ।

.

যে সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য হয়, আল্লাহ

প্রদত্ত ও রাসূল (সাঃ) প্রদর্শিত বিধান

অনুযায়ী মানুষের সার্বিক জীবনের

পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ

অর্জন ।

সেই সংগঠন কেবল ছাত্র নয় সমগ্র জাতিকে

জান্নাতের আলোর পথ দেখাতে পারে ।

.

উল্লেখিত কারন ছাডাও আরো অনেক

ভালো গুন শিবিরের আছে যা আমাকে মুগ্ধ

করেছে, তাই আমি এই সংগঠনকে সমর্থন

করি ও ভালোবাসি ।

.

আল্লাহ এই সংগঠনকে কবুল করুন......... আমীন





বিষয়: রাজনীতি

৯১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File