মিডিয়া

লিখেছেন লিখেছেন লণঠন ১২ সেপ্টেম্বর, ২০১৬, ০২:৫৭:১০ দুপুর

কোন দেশের অভ্যন্তরে কি অবস্থা বিদ্যমান তা সহজেই অনুমান বা অনুধাবন করা যায় সে দেশের মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন খবর দেখে, পড়ে । মিডিয়া যদি সত্য খবর প্রকাশে আগ্রহী থাকে বা ইচ্ছা থাকে তাহলে সেই কর্তৃপক্ষের পক্ষথেকে প্রকাশিত খবর দ্বারা দেশ-বিদেশের মানুষ বাস্তব অবস্থাই অনুধাবন করবে , সচেতন হবে , সুশিক্ষিত হবে , ন্যায়বান হবে মোটকথা সাদা-কালোর পার্থক্যটা বুঝবে ।

আর যদি প্রকাশের বাহনগুলিই মিথ্যার আশ্রয় নেয় , তাহলে পাঠক এবং দর্শকেরা বিভ্রান্ত হবে , ভালমন্দের বিচার করতে পারবে না । সো মিডিয়া হচ্ছে রাষ্ট্রের বিদ্যমান অবস্থার বাস্তব কিংবা অবাস্তব দুই ধরনেরই দর্পন ।

বিষয়: বিবিধ

৯৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File