জামায়াতের ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তিত !

লিখেছেন লিখেছেন শাহজালাল ব্লগার ১১ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:৪৩:৪১ রাত

বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইট গুলোতে জামায়াতের ভবিষ্যৎ নিয়ে বহু লোককে চিন্তিত দেখা গেছে । কিন্তু হঠাৎ করে কেনইবা" জামায়াত বিদ্বেষীরা" জামায়াতের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তা আমার ধারণার বাহিরে । কেউ বলছে জামায়াতের আর উজ্জ্বল ভবিষ্যৎ নেই , কেউ বলছে জামায়াত আর ঘুরে দাঁড়াতে পারবেনা , কেউ বলছে কিছু দিনের মধ্যেই দলটি বিলুপ্ত হয়ে যাবে।

কিন্তু একটি বিষয় কিছুতেই আমার বোধগম্য হচ্ছেনা , সেইটা হচ্ছে "জামায়াত-শিবিরের জানবাজ কর্মীদের চাইতে " কেন তারা জামায়াতের ভবিষ্যৎ নিয়ে এতো চিন্তিত । তারা কি জানেনা আমাদের লক্ষ্য - উদ্দেশ্য হচ্ছে আখেরাত? আমরা আল্লাহর সন্তুুষ্টির আশায় সবকিছু করি ? তারপরও জামায়াত বিদ্বেষীদের একটি হাদিস ও কোরআনের আয়াত বলেই বলেই আমি আমার লিখা শেষ করবো_____________

রাসূলুল্লাহ সা. বলেছেন ঃ আবু বকর তুমি সেই দুই ব্যক্তি সম্পর্কে কি চিন্তা করো, যাদের সঙ্গে তৃতীয় আরেকজন আছেন- তিনি হচ্ছেন আল্লাহ। সূরা তাওবার ৪০ নং আয়াতে বর্ণিত হয়েছেঃ তুমি বিষণ্ন বা ভীত হয়ো না___

বিষয়: বিবিধ

৭৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File