ওগো প্রিয়
লিখেছেন লিখেছেন আমি ছায়ানট ১৭ এপ্রিল, ২০১৭, ০৮:৫৭:৩৮ রাত
ওগো প্রিয়,
হাতটা ছুঁয়ে দিতে কবে আসবে বল।
প্রেম করে কি হবে,
যে আসার সে এমনি আসবে।
পাঁজর থেকে বানিয়েছে তোমায়,
আমায় ছেড়ে যাবে কোথায়।
ভালোবাসা মা ভাই বোনের তরে,
তোমারটুকু রেখেছি যতন করে।
হাতে হাত রেখে দুজন চলব,
অনেক কথা জমিয়েছি তোমায় বলব।
ভালোবাসার ভাগটা কমাইনি,
তোমার জায়গায় কাউকে ঠাই দেইনি।
তোমার প্রিয় কি যদি যানতাম,
সাত-সমুদ্র পাড়ি দিয়ে নিয়ে আসতাম।
হয়ত আশে পাশে থাক,
যেখানেই থাক ভালো থেক।
কোন ছেলের কুনজর না পড়ে,
তোমার ভালোবাসা রেখ আমারই তরে।
বিষয়: সাহিত্য
৯০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন