মা-ছোট গল্প

লিখেছেন লিখেছেন আমি ছায়ানট ০২ এপ্রিল, ২০১৭, ১১:৪৯:১৩ রাত

মা

রাতের খাবার খাব বাসার সবাই খেয়ে ফেলছে আমি আর আম্মু বাকি রান্না ঘরে খাবারের জন্য গেলাম আম্মু আসলেন খাবারের আইটেম কয়েকটা একটা আইটেম যা জাতীয় মাছ ইলিশ রয়েছে ১পিছ।

- এই টা খেয়েনে

- আম্মু আপনি খাইছেন?

- না

- তো

- আমি খাইছি

- কোন সময়

- দুপুরে

- দুপুরে তো আমিও খাইছি

- আমি ২টা খাইছি

- এখন খান

- না তুই খেয়ে নে, অন্য তরকারী দিয়ে খাব।

না আমার ভাল্লাগছেনা বলে রেখে দিলাম

মুখটা অন্য দিকে নিতেই চোখ দিয়ে পানি পরলো।

কত রকমের অভিনয় করে যান আমাদের মায়েরা। শুধু মাত্র সন্তানের জন্য। যাতে সন্তানরা ভালো থাকে।

মা বলতে পারিনি ভালোবাসি।

বিষয়: সাহিত্য

৯৭০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382524
০৩ এপ্রিল ২০১৭ সকাল ১০:২৩
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ফোন করলে মায়ের প্রথমে জিজ্ঞাস করে কেমন আছি। তারপর জিজ্ঞাস করে কিছু খেয়েছি কিনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File