বালিকা
লিখেছেন লিখেছেন দাবী আদায়ের বালক ০৪ নভেম্বর, ২০১৬, ১২:২৫:৪৪ দুপুর
বালিকা আমি তোর কোলে
আরেকবার মাথা রেখে ঘুমাতে
চাই
তোর এলোমেলো চুলের ভিতরে মুখ
লুকিয়ে সানসিল্ক শ্যাম্পুর ঘ্রান
নিতে চাই
বালিকা আমি তোর ঠোটে ঠোট
রাখতে চাই
তবে তা বিয়ের পরে,,
বালিকা আমি তোর কোমল হাতের
কাতর ছোয়া পেতে চাই
বালিকা আমি তোর ওড়না দিয়ে
কপালের ঘাম মুছতে চাই
,,
এক অনুসন্ধানী প্রেমিক
বিষয়: বিবিধ
৮৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন