পাক-ভারত যুদ্ধ হলে পাকিস্তান এর লাভ বেশি হবে।
লিখেছেন লিখেছেন দাবী আদায়ের বালক ২২ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:৫০:৫৪ দুপুর
পাক-ভারত যুদ্ধ অনিবার্য..!!!
ভারত যুদ্ধ এড়াতে চাইলেও বাচতে
পারবেনা.!!!
বাংলাদেশী কিছু মিডিয়ার
ভারতের পক্ষে নিলজ্জ প্রতারনা
দেখে ২ কলম না লিখে পারছিনা।
তারা আবাল জনতাকে বুঝানোর
চেষ্টা করছে ভারতের অস্ত্র ও
সামরিক শক্তি বেশী আছে তাই
ভারতের সাথে পারবেনা
পাকিস্তান । এটা বলার কারণ
হচ্ছে ভারত ২০ সেনা হারিয়ে
নিলজ্জের মত চুপ মেরে বসে আছে
সেটা ধামাচাপা দেওয়া।
বাংলাদেশের ঐ মিডিয়া গুলো
আদো জানেনা ভারত যুদ্ধ করতে না
চাইলেও টুনকু অযুহাতে পাকিস্তান
যে কোন মুহুর্তে ৩ লক্ষ বর্গমাইলের
মরু এলাকা রাজস্থান দখল করে
ফেলবে। কারণ পাকিস্তানের
হাজার হাজার ট্যাংক বহর
রাজস্থান অভিযানের প্রস্তুতি সম্পন্ন
করে ফেলেছে। কাশ্মীরের
ভারতীয় অংশ দখল করার জন্য
পাকিস্তানী সেনাদের দরকার
নেই। কাস্মীরের
স্বাধীনতাকামী ৪ টি গ্রুপকে যদি
এই মুহুর্তে সিরিয়ার মুজাহিদদের
মত ট্যাংক ও বিমান বিধ্বংসী
মিসাইল দেওয়া হয় তাহলে
কাস্মীরের জম্মুও শ্রীনগরে এক
সপ্তাহের মধ্যে সব ভারতীয় সেনা
দিল্লি পালিয়ে আসবে।সবচাইতে
বড় কথা হচ্ছে পাকিস্তানের
হারানোর কিছুই নেই তারা গত ১৫
বছর যাবত আমেরিকা সাথে ও
অভ্যন্তরিন যুদ্ধে খেলে এসেছে।
বর্তমানে বিশ্ব মুসলিম নেতাদের
ঐক্যে তারা ইমানী মনোবল ফিরে
পেয়েছে। তাই তারা এখন
সিংহের মত ঝাপিয়ে পড়ে
কাস্মীরের মুসলমানদের হত্যা,
বাংলাদেশের নেতাদের ফাসি,
আফগানিস্তান নিয়ে নাকগলানো ও
গুজরাটে মুসলিম নিধনে বার বার
দাঙ্গা লাগানোর উপর কঠিন
প্রতিষোধ নিতে চাই।
ভারতের সবচাইতে বড় ভয় হচ্ছে যুদ্ধ
শুরু হলে সব মুসলমান দেশের সরকার
অটোমেটিক পাকিস্তানের পক্ষ
নেবে শুধু মাত্র ইরান ছাড়া। এমনকি
বাংলাদেশ সরকারের
সেনাবাহিনীও পাকিস্তানের
পক্ষে থাকবে। কারন বাংলাদেশ
সেনাবাহিনী বা সরকার ইসলামী
আর্মির সদস্য। ইসলামিক আমির
নেতারা ইসলামের স্বার্থে যে
সিদ্বান্ত নেয় তা মেনে নিতে
হবে প্রত্যেক সদস্য দেশকে। কারণ
সৌদি বাদশার কাছ থেকে
ইসলামিক আমির সাথে থাকার
বদলা হিসেবে বাংলাদেশ সরকার
নতুন ভিসা, বানিজ্য ও তেলের
টাকা মওকুপ সহ আনেক সুবিধা আদায়
করে নিয়েছে। এর ব্যাতিক্রম যদি
হয়ে থাকে তাহলে সেটা
ইসলামিক আমির নেতারই সিদ্বান্ত
নেবে তাদের সাথে চুক্তি ভঙ্গের
ফল কি হতে পারে।
ভারতের মুল ভয় হচ্ছে ভারতে ৭৫%
বানিজ্য মুসলিম দেশ সমুহের সাথে।
যদি কোনরকম যুদ্ধ শুরু হয় তাহলে সব
মুসলিম দেশ ভারতের সাথে
বানিজ্য চুক্তি বাতিল করবে। এতে
ভারতের অর্থনীতি বলে কিছুই
থাকবেনা্। এক সময় এই সব বিষয় গুলো
জাতিসংঘ দ্বারা আমেরিকা -
ইউরোপ নিয়ন্ত্রন করলেও নতুন গজিয়ে
উঠা মুসলিম বিশ্বের নেতা এরদুগান
আমেরিকা ইউরোপকে চেলেঞ্জ করে
রাজনীতি করায় মধ্যপ্রাচ্য সহ
বেশীরভাগ মুসলিম দেশ এরদুগানের
সাথে হাটতে শুরু করেছে।
সুতরাং কোনরকম যুদ্ধ শুরু হলেই
ভারতের অর্থনীতি মাটির সাথে
মিশে যাবে। জয় পরাজয়ের কোন
দরকারই পড়বেনা। আর এতেই
মাওবাদীরাও আবার সেন্ট্রাল
ভারতকে স্বাধীনতা ঘোষনা
দিতে পারে। এক কথায় বলা যায়
বাংলাদেশের মিডিয়া যথই
চিৎকার চেচামেসি করুক না কেন
ভারতের সামনে কঠিন দিন
আপেক্ষা করছে এটা বর্তমান
বিশ্বের যে কোন রাজনৈতিক
বিশ্লেষকই ভাল করেই জানে।
বিষয়: আন্তর্জাতিক
১১৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন