কবিতাঃ সময়ের ধর্ম এই
লিখেছেন লিখেছেন আবরার আকিব ১০ জানুয়ারি, ২০১৭, ০৫:৫৬:৩০ বিকাল
আমি তীর্থ লাভে ছুটেছি বহু পথ,
ভেঙেছি বহু বাঁধ।
তীর্থ মোহ আমায় করেছে উন্মাদ।
কূলহীন সমুদ্রে ছিলাম আমি একলা এক নাবিক।
আমি সময়ের কাছে হার না এক সৈনিক।
বহু পথ পেড়িয়ে,
বাঁধার পাহাড় ডিঙিয়ে,
আরোধ্য সাধনায় দেহ - মন করেছি আত্মনিয়োগ।
ক্লান্ত দেহে, অশান্ত মনে, কাটিয়েছি যুগের পর যুগ।
শতাব্দী বছরের অজস্র কল্লোল থেমে গেছে।
ক্ষানিকের সেই আত্মবিদগ্ধ ইতিহাস মুছে গেছে।
যুগের পর যুগ , কালের পর কাল,
এ ধরনীর আমরাই ধরেছি হাল।
হয়তো মুছে গেছে, ইতিহাসের সব খন্ডলিপি।
মুছে গেছে সব ছন্দ, সব স্বরলিপি
সময়ের ধর্ম এই,
সৃষ্টি টিকে থাকে কিন্তুু স্রষ্টা হারিয়ে যায় ।
সৃষ্টির মাঝেই যদি স্রষ্টারে খুঁজে পেতে চাও,
সৃষ্টির অতল গহ্বরে হারিয়ে যাও।
স্রষ্টা ধ্যানে, স্রষ্টা মোহে নিজেরে খুঁজে নাও
বিষয়: সাহিত্য
৮৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন