রাজাকার
লিখেছেন লিখেছেন আবরার আকিব ০৬ সেপ্টেম্বর, ২০১৬, ০২:০৩:৫৯ দুপুর
আমরা রাজাকার বলতে বুঝি, ১৯৭১ সালের দিনগুলোতে যারা স্বাধীনতা বিরোধী ছিল।
কিন্তুু বর্তমান সময়ে যারা বড় বড় চেয়ারে বসে দেশটা কে চুষে খাচ্ছে ; তারা কী রাজাকার না? হে মানবতাবাদী বুদ্ধিজীবিরা, তোমাদের চোখে কী কেও সূচ ঢুকিয়ে রাখছে নাকী তোমরা দেখতে পাওনা? দেশজুড়ে আজ ছোট হতে বড় সবাই মহাসমারোহে লুটপাট চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কী এই সোনার বাংলা চেয়েছিলেন ?
আজ সেনানিবাসে ধর্ষিত হয় আমাদেরি বোন। সাধারণ একজন দরজিকে প্রকাশ্যে রাস্তায় খুনের মহাউৎসব করে সেই খুনিরা। সাগর রুনি কে বাসায় ছেলের সামনে খুন করা হয়। বিএনপি নেতা ইলিয়াস কে গুম করা হয়।
রানা প্লাজা ধস! সাত খুন! কত হত্যা, কত লাশের মিছিল। তারপর অপরাধীরা ধরাছোয়ার বাইরে।
আহ!!! বঙ্গবন্ধুর সোনার বাংলা.... ডিজিটাল বাংলাদেশ।
বিষয়: রাজনীতি
৭৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন