নাস্তিক শামসুল হক কবি
লিখেছেন লিখেছেন Abdur Rajjak ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১১:২৪:৪২ সকাল
মরে যাওয়া কবি শামসুল হকের
দুই টি কবিতার খন্ডাংশ নিচে দেয়া হলঃ
.
১। যখন দু’স্তন মেলে ডেকে নিলে
বুকের ওপরে স্বর্গের জগতে খুলে দেখালে যে দীপ্তির প্রকাশ মুহুর্তেই ঘুচে গেল তৃষিতের অপেক্ষার ত্রাশ।
২। শত বাধা সত্ত্বেও থামতে পারেনা
কামুকপুরুষ, দুজনের দেহ ছিড়ে বের হয় দুধ-পূর্ণিমা, আর তা নেমে আসে স্তনের চুড়ায়।
সে তার ''মরা ময়ূর'' নামক কাব্য নাট্যে ভোরের কাককে অনুরোধ করেছিল-
ও কাক! তুই খুব জোরে কা কা কর,
যাতে মুয়াজ্জিনের আজানটা
আর শোনা না যায়।
(নাউজুবিল্লাহ)
নাস্তিক মোরতাদদের জানাযা ও কবর জিয়ারত এর ব্যাপারে কোরআনের ঘোষণাঃ
"আর আগামীতে তাদের মধ্য থেকে কেউ মারা গেলে তার জানাযার নামাজ তুমি কখনো পড়বে না এবং কখনো তার কবরের পাশে দাঁড়াবেনা। কারণ, তারা আল্লাহ ও তার রাসূল (সঃ)কে অস্বীকার করেছে এবং তার মৃত্যু হয়েছে ফাসেক অবস্থায়।
.
___[সূরা আত তাওবা -৮৪]
বিষয়: বিবিধ
১০২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন