প্রেম
লিখেছেন লিখেছেন Abdur Rajjak ১৪ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৪৭:৫২ সকাল
পৃথিবীর অনেক কিছুই জোর খাটিয়ে পাওয়া যায়।
যেটা পাওয়া যায় না, সেটার নাম ভালোবাসা।
দিনের পর দিন জোর করে করে হয়তো মেয়েটার নজরে পড়া
যায়।
একটু একটু করে মন জয় করার চেষ্টা করে হয়তো তার মনে জায়গাও করে নেয়া যায়।
পেছনে পেছনে হাঁটতে হাঁটতে হয়তো একদিন পাশে এসে হাঁটারও সুযোগ পাওয়া যায়।
অনেক সাধনায় হয়তো রিলেশনে ও যাওয়া যায়।
কিন্তু দিন শেষে ভালোবাসাটাই
পাওয়া যায় না।
অমন করে ভালোবাসা যায় না হয়তো তুমি তার প্রিয় রং টা জেনে নিয়ে, সেই রং এনে তাকে রাঙ্গিয়ে দিয়ে তার মন জয় করতে
পারো।
হয়তো তার প্রিয় ফুলটা এনে তার খোপায় গুঁজে দিয়ে তার মুখে হাসি ফোটাতে পারো।
হয়তো তার প্রিয় কবিতা টা, প্রিয় গানটা শুনিয়ে তাকে মুগ্ধ করে দিতে ও পারো।
তবুও তোমার মনে খচ
করে উঠবে।
মনে হবে,
কি জানি নেই এই কি জানি টাই ভালোবাসা।
প্রিয় উপহারটা এনে তার হাতে দেয়া মানেই ভালোবাসা না।
ভালোবাসায় তুমিই হবা তার সবচেয়ে প্রিয় উপহার।
তুমিই তার মুগ্ধতা, তুমিই তার হাসি, তোমার কথাগুলোই তার কাছে প্রিয় কবিতা আর গান।
খোঁপায় তার প্রিয় ফুলটা গুঁজে
দিও। সে হাসবে প্রিয় ফুলটা গুঁজে দিচ্ছো দেখে সে যদি হাসে, তবে ভালোবাসাটা ঐ ফুলের জন্যই তুমি নিজ হাতে ফুল গুঁজে দিচ্ছো দেখে যদি হাসে, তবে ভালোবাসাটা তোমার জন্যই।
ভালোবাসা থাকলে প্রিয় মুখটায় হাসি ফোটানোর জন্য উপায় খুঁজতে হয় না। প্রিয় মুখটার হাসিই
তোমাকে খুঁজে নিবে।
বিষয়: আন্তর্জাতিক
৮৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন