তুমি আমার জান্নাত মাগো
লিখেছেন লিখেছেন মোঃ সাইফুল ইসলাম ৩০ আগস্ট, ২০১৬, ০৫:১১:২৩ সকাল
তুমি আমার জান্নাত "মাগো"
মোঃ সাইফুল ইসলাম
(সান্ত)
তোমার কোলে জন্ম নিয়ে
ধন্য আমার এ জীবন
তোমার কোলেই যেন মাগো
হয় আমার মরণ।
কত কষ্ট সয্য করে
দেখিয়েছো পৃথিবীর আলো
করনি অবহেলা কখনও তুমি
শুধুই বেসেছো ভালো।
শত কষ্টের মাঝেও আমায়
আগলে রাখো বুকে
আমায় নিয়ে কত স্বপ্ন
ভাসে তোমার দুচোখে।
আমার কষ্টে মাগো তুমি
কেঁদে ভাসাও বুক
আমি হাসলে মাগো তুমি
পাও যে অনেক সুখ।
আমার জন্য কত যন্ত্রণা
পোহায়েছো জনম ভর
নিজে না খেয়ে আমার
মুখে তুলে দিয়েছো আহার।
এমনি করেই সারাটি জীবন
তোমার ভালবাসা চাই
এই জীবনে মাগো আমার
আর চাওয়ার কিছু নাই।
ওপারে গিয়েও ঠাই দিও মা
তোমার আচল তলে
তুমি হীনা মাগো আমি
ভাসবো নয়ন জলে।
বিষয়: রাজনীতি
৯৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন