তাবলীগকে জামায়াত নিয়ে আমার কিছু অভিযোগঃ

লিখেছেন লিখেছেন লেখক চাচা ২১ জুলাই, ২০১৭, ০৬:৪২:২৩ সন্ধ্যা

আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হল তাবলীগ। তাবলীগ কি?

-

তাবলীগঃ যে ইলম বা জ্ঞান মানুষ আগে থেকেই জানতনা তা তাদের মাঝে পৌঁছে দেয়ার নাম তাবলীগ। যেমন- মক্কার কাফিররা তাওহীদ জানতনা। তাই মুহাম্মাদ (স) তাবলীগের পয়গামের মাধ্যমে তাদেরকে তা শিখিয়েছেন।

আল্লাহ পাক বলেন,

یٰۤاَیُّہَا الرَّسُوۡلُ بَلِّغۡ مَاۤ اُنۡزِلَ اِلَیۡکَ مِنۡ رَّبِّکَ ؕ وَ اِنۡ لَّمۡ تَفۡعَلۡ فَمَا بَلَّغۡتَ رِسَالَتَہٗ ؕ وَ اللّٰہُ یَعۡصِمُکَ مِنَ النَّاسِ ؕ اِنَّ اللّٰہَ لَا یَہۡدِی الۡقَوۡمَ الۡکٰفِرِیۡنَ ﴿۶۷﴾

হে রসূল, পৌছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে। আর যদি আপনি এরূপ না করেন, তবে আপনি তাঁর পয়গাম কিছুই পৌছালেন না। আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে পথ প্রদর্শন করেন না

-Sura Al-Ma'idah, Ayah 67

-

তা'লীমঃ যে বিষয়টা মানুষ আগে থেকেই জানত তাকে মানুষের মাঝে নতুন করে পৌঁছানোর নাম "তা'লীম" যেমন বর্তমান তাবলীগ মুসলমানদের কালিমার দাওয়াত দেয়। যা মূলত তাবলীগ নয় তা''লীম অর্থাৎ ভূলে যাওয়া তাওহীদকে মনে করে দেওয়া আর কি!

-

তাবলীগ সম্পর্কে আমার আপত্তি থাকতনা যদি-

-

১. তাবলীগী জামায়াত বিধর্মীদের মাঝে ইসলাম প্রচার করত।

-

২. এটি মুসলমানদের কালিমা মনে করে দেওয়ার জামায়াত। অতএব এর নাম তাবলীগ জামায়াত না হয়ে "তা'লীমী জামায়াত" হত।

-

৩. মাত্র দাওয়াতী কার্যক্রম চালু করেই তারা যদি পূর্ণাঙ্গ ইসলাম মানার মিথ্যা দাবী না করত। কারণ দাওয়াত ছাড়াও ইসলামে আরো চারটি ধাপ আছে যেমনঃ

ক) দাওয়াত দেয়া।

খ) সংগঠিত লোকদের নিয়ে শক্তিশালী সংগঠন ক্বায়েম

গ) সংগঠনের লোকদের দ্বীন সম্পর্কে প্রশিক্ষণ প্রদান। প্রশিক্ষিত লোকদের দিয়ে-

ঘ) সমাজ সংস্কার করা।

ঙ) রাস্ট্রীয় সংস্কার করা।

-

৪. ক্বুরআন হাদীস বাদ দিয়ে যদি ফাজায়েলে আমাল নামক বই চর্চা না করত।

-

তাবলীগ একটি ইহদীদের চক্রান্তের ফসল কি-না তা নতুন করে ভেবে দেখার সময় এসেছে। কারণ মুসলমানদের মাঝে কালিমার দাওয়াত রাসূল (স) দেননি। তারা এর জবাবে বলে আমরা মুসলমানদের কালিমার দাওয়াত দেইনা তাদের ঈমান তাজা করি। তাহলে তারা তাবলীগের দাবীদার সাজে কেন? তাদের জামাতের নাম তা'লীমী জামায়াত রাখলেইতো আমাদের আপত্তি থাকে না।

-

অপূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম প্রচারের দাবী করা বিরাট ষঢ়যন্ত্ররই অংশ। মহান আল্লাহ মুসলিম জাতিকে তাবলীগের চক্রান্ত থেকে রক্ষা করুণ। আমীন।

বিষয়: বিবিধ

৯৯০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383608
২২ জুলাই ২০১৭ রাত ০১:০৪
আকবার১ লিখেছেন : চমৎকার

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File