তাদের কথায় কান না দেয়াই ভালো

লিখেছেন লিখেছেন রমজান আহমেদ সিয়াম ০৫ জানুয়ারি, ২০১৭, ০৩:০০:২০ দুপুর



আপনি কি বিজ্ঞান মস্তিস্কের অধিকারী হিসেবে আত্মপরিচয় করতে চান!

আপনাকে সবাই বিজ্ঞান লেখক বলুক আপনি কি তা চান!

যদি চান তাহলে আজকে থেকেই শুরু করে দিন ৷

কি শুরু করবেন তাইতো!

আপনাকেই বলছি!

আপনার কি একটি ফেসবুক একাউন্ট আছে? না থাকলে আজই খুলে ফেলুন একটি ফেসবুক একাউন্ট ৷

তারপর যেভাবে বিজ্ঞান মস্তিস্কের অধিকারী হিসেবে আত্মপরিচয় করবেন তা তুলে ধরছি ৷

আজ থেকেই আপনার ফেসবুক একাউন্টে আপনি নিজেকে নাস্তিক (যে ধর্ম বিশ্বাস করেনা) হিসেবে প্রকাশ করুন ৷

তারপর প্রতিদিন আল্লাহকে নিয়ে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ইচ্ছে মতো বিভ্রান্তকর পোষ্ট দিন ৷

প্রতিদিনই মুসলিমদের গালি গালাজ করে স্টাটাস দেয়া শুরু করেন ৷

আর হ্যা আপনাকেও এইসব পোষ্ট করার কারণে গালি গিলতে হবে ৷ ব্যাস অপেক্ষা করুন আর প্রতিদিন অথবা কয়েকদিন পর পর কাজটি চালিয়ে যান ৷

মাঝে মধ্যে সমকামিতা,বহুকামিতা ইত্যাদি নিয়ে পোষ্ট করুন চটি গল্প লেখতে ভূলবেন না ৷ যদি গল্প না লিখতে পারেন তাহলে ইন্টারনেটের সাহায্য নিয়ে দু একটা চটি গল্প পড়ে সেখান থেকে লেখুন ৷

লেখার মাঝে মুসলিমদেরকে গালি দিবেন, চোর, লুইচ্চা বানাবেন ৷

ব্যাস এবার আপনাকে বিজ্ঞান মস্তিস্কের অধিকারী হওয়া থেকে থামায় কে!

কতো সহজ উপায় তাইনা? কখনো বিজ্ঞানের কোন বই না পড়ে বিজ্ঞান মস্তিস্কের অধিকারী হিসেবে পরিচয় পাবেন এর চাইতে সহজ উপায় আর কি আছে! কখনো ল্যাবে যাওয়া লাগে নাই পরিক্ষা করার জন্য ৷ এর চেয়ে আর সহজ উপায় আছে নাই ৷

কয়েক দিন পরে যখন আপনাকে খবরের কাগজে, টিভি চ্যানেলে দেখাবে ৷ আপনাকে আমন্ত্রণ জানাবে আরো কতো কি এর কারণ আপনি বিজ্ঞান মনস্ক ৷ আপনাকে বিজ্ঞীন মনস্ক হিসেব্ খবরের কাগজ, টিভি চ্যানেলগুলোই প্রমোট করবে ৷ আপনিতো সেলেব্রেটি হয়ে গেলেন ৷

আমাকে একবার ধন্যবাদও দিলেন না ৷

.

এভাবেই একজন সেলেব্রিটি হয়ে যাচ্ছে ৷

সমকামিতা,বহুকামিতা বই লিখবেন আর ইসলাম ধর্মকে অবমাননা করে পোষ্ট করলে ঠিকই বিজ্ঞান মস্তিস্কের অধিকারী হয়ে যাবে সাথে সেলেব্রিটিও ৷

আর আমরা মুসলমানরাই তাদের (নাস্তিকদের) সেলেব্রিটি বানাচ্ছি ৷ বিশ্বাস হচ্ছেনা! তাহলে শুনুন (পড়ুন এবং বুঝুন) যখন নাস্তিক ইসলাম ধর্মকে অবমাননা করে পোষ্ট করে আমরাই তার সেই পোষ্টে কমেন্ট করে নাস্তিকটাকে গালি দিয়ে চৌদ্দ গুষ্টি উদ্ধার করি ৷

আমাদের কমেন্টটা নাস্তিকটার পোষ্ট রিচ বাড়াতে সাহায্য করে ৷

ধরুন আমি একটা পোষ্টে কমেন্ট করলাম ৷ ফেসবুক নিয়ম অনুযায়ী আমার ফ্রেন্ড লিষ্টের অনেকেই দেখতে পারবে যে আমি কোন পোষ্টে কমেন্ট করেছি ৷ আমি যে কমেন্ট করেছি তা আমার ফেসবুক ফ্রেন্ডরা তাদের নিউজ ফিডে দেখতে পারবে ৷ ফেসবুকই তা নিয়ে দেয় ৷ আর এভাবেই পোষ্ট রিচ বাড়ে ৷

.

আমাদের দেশের নিউজ মিডিয়া ওয়াহ্ মুগ্ধ পুরাই ৷ ভালো খবর প্রকাশ করে খুব কম ৷ যেইসব খবরে আমাদের দেশের অর্জন, সুনাম বৃদ্ধি পায় সেই খবর আমরা খুব কম হাতে গনা কয়েকটা শুনতে পাই ৷ অথচ এই নিউজ মিডিয়াই নাস্তিকদেরকে প্রোমট করে বানিয়ে দেয় বিজ্ঞান মনস্ক / বিজ্ঞান মস্তিস্কের অধিকারী ৷

মিডিয়া ব্লগে,ফেসবুকে যারা আল্লাহ্ কে নিয়ে হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে এবং ইসলাম ধর্ম নিয়ে গালি গালাজ করে তাদেরকেই বিজ্ঞান মনস্ক বলে পরিচয় করিয়ে দেয় ৷ আসলে নাস্কিকরা বিজ্ঞানের সংজ্ঞাটা কি তাও হয়তো জানেনা ৷

সমকামিতা,বহুকামিতা বই লিখে ও ইসলাম ধর্ম নিয়ে গালাগালি করেই বুঝি বিজ্ঞানী হওয়া যায় ৷

.

বর্তমানে বড় তিনটা নাস্তিক হলো অনন্য আজাদ, আসিফ মহিউদ্দিন আর তাসলিমা নাসরিন ৷ এদের যদি কুত্তার সাথে তুলনা দেই তাহলে কুত্তাও অপমানিত হয়ে মারা যাবে ৷

আরেকটা কথা কোন নাস্তিকের পোষ্টে যদি লাইক, কমেন্ট,শেয়ার না করা হয় তাহলে তার (নাস্তিকের) পোষ্ট রিচ বাড়বেনা ৷

আমার একটা প্রশ্ন আসিফ আর অনন্য আজাদ এরা শুধু ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়ায় কেন ? ৷

সমকামিতা, বহুকামিতা, ইসলাম ধর্মকে অবমাননা করে বই লিখলেই বিজ্ঞান মনস্ক তো দূরের কথা তারা কিছুই না ৷

নাস্তিকরা চায় বিদ্বেষ ছড়াতে তাদের ছলনাময় কথায় কান না দেয়াই ভালো ৷

তথ্য প্রযুক্তি আইনে ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়িয়ে উস্কানিমূলক কিছু লেখলে

শাস্তি হওয়ার কথা উল্লেখ আছে ৷

পরিশেষে একটা কথা মনে রাখবেন কুত্তার লেজ সোজা হয়না ৷

বিষয়: বিবিধ

১১৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File