এর শেষ হবে কবে?

লিখেছেন লিখেছেন রমজান আহমেদ সিয়াম ০৯ নভেম্বর, ২০১৬, ০৫:৪৫:৪১ বিকাল

প্রতিদিনই খবরের কাগজে, টিভিতে, অনলাইনে, অনলাইন নিউজ পোর্টাল , বিভিন্ন ওয়েবসাইট সহ সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক,টুইটার ইত্যাদি) চোখ বুলোতেই একটা খবর/সংবাদ, কথা দেখতে পাই আর তা হলো [sb] ধর্ষণ [/sb] ৷

বিষয়টা আশ্চার্য মনেহয় যখন ধর্ষণ নিয়ে কোন লেখা দেখি পড়ি ৷ তার চাইতেও আশ্চার্যের বিষয় হলো যা বিবেকে নাড়া দেয় আমি সেই ধর্ষণের কথা বলছি কিভাবে শিশু ধর্ষণ হয়!? শুধু শিশু ধর্ষণ নিয়ে না নারীদের ধর্ষণ নিয়ে প্রশ্ন তুলছি যারা ধর্ষণ করে ( ধর্ষক ) তাদের বিবেকে কি বাধা দেয়না?

কতটা পশু হলে মানুষ ধর্ষণ করতে পারে তা বুঝার ক্ষমতা সবার হয়েছে (যারা লেখাটি পড়ছেন তাদেরও হয়েছে) ৷ যখনই টিভিতে , খবরের কাগজে, বিভিন্ন ওয়েব সাইট, অনলাইন নিউজ পোর্টাল, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ধর্ষণের খবর বা লেখ দেখি তখনই মনটা খারাপ হয়ে যায় ৷ মনে প্রশ্ন জাগে এরা মানুষ না পশু ৷ মানুষ হয়ে পশুর আচরণ করে ৷ ইদানিং এই ধর্ষণ মহামারির আকার ধারণ করেছে ৷

টিভি,পত্রিকা,অনলাইনে আপনি একটু নজর দিন দেখবেন প্রতিদিনই ধর্ষণের খবর শুনতে পারবেন ৷ মানুষ কতটা নিচে নামলে পশু হয়!

বর্তমান সময়ে শিশু ধর্ষণের খবরটা হয়তো আপনার অজানা নয় ৷ একজনকে নয় কয়েকজন শিশুকে ধর্ষণের খবর রয়েছে আপনি একটু খবরের কাগজে চোখ বুলান তাহলেই দেখতে পারবেন ৷ আমরা দিন দিন উন্নত হচ্ছি কিন্তু অামাদের চরিত্রের অবনতির দিকটা খেয়াল করা হয়না যে আমাদের চরিত্রটা কতটুকু উন্নত হলো! কতটুকু ইতিবাচক হয়ে উঠতে পারলাম আমরা?

ওই সকল পশুদের কারণে ধর্ষণের স্বীকার হচ্ছে আমার বোন আপনার বোনেরা ৷ নারী মায়ের জাত এটুকু যদিও ওই পশু গুলো তাদের মগজে রাখতে পারতো তাহলে তারা শিশু ধর্ষণ কখনই করতে পারতোনা (সকল ধর্ষণও উদ্দেশ্য) ৷ শিশু ধর্ষণ করে তোরা কি বুঝাইতে চাইলি একজন ধর্ষক ৪০ বছর বয়স প্রায়, একজন মেডিকেল স্টুডেন্ট আরো অনেক ধর্ষক আছে অজানা ৷ ওই শিশুটা তোদের কি ক্ষতি করেছিলো? তোদের মধ্যে কি শিক্ষার সামান্য আলোটুকু পৌছায়নি? পশু হয়ে গেলি কিভাবে?

ধর্ষক ধর্ষণ করে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আর তার কোন শাস্তি হয়না এ কারণেই ধর্ষকরা পার পেয়ে যায় আর নতুন করে কোন নারীকে ধর্ষণের বুদ্ধি আটে ৷ আমাদের এই ধর্ষকদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে ৷ প্রশাসনকে ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে হবে ৷ নিশ্চিত করলেই নয় ধর্ষকের শাস্তি ধর্ষককেই গ্রহন করতে হবে ৷ শাস্তি দেখে যাতে অন্যকেউ এই পশুত্ব আচারণ না করে ধর্ষককে সেই শাস্তি প্রদান করতে হবে ৷

আমাদের সবাইকে সচেতন হতে হবে ৷ সবাই ভালো থাকবেন ৷

বিষয়: বিবিধ

৯৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File