বাংলা সংযুক্ত বর্ণ আসুন সবাই পরিচিত হই আর ভুলগুলো শুধরে নেই
লিখেছেন লিখেছেন রমজান আহমেদ সিয়াম ০২ নভেম্বর, ২০১৬, ০২:৫০:১৫ দুপুর
বাংলা সংযুক্ত বর্ণ লেখতে
অনেকেই ভুল করে ৷ যার
কারনে পড়তে অনেক সমস্যার
সৃষ্টি হয় ৷ একজন লেখক যদি
তার কোন লেখায় বানানের
দিকে নজর না দেন তাহলে
লেখা পাঠকের দৃষ্টি
কাড়তে অক্ষম হয় বা বানান
ভুলের কারনে অনেকে পড়তে
চায় না ৷
আমরা যুক্তবর্ণ লেখতে অনেক
ভুল করি ৷ কিসের সাথে কি
যোগ করলে কি হয় তা নিয়ে
আলোচনা করা যাক ৷
যুক্তবর্ণ লেখতে হলে একটি
বর্ণকে (্) চিহ্ন দিয়ে
আরেকটি বর্ণ লেখতে হয় ৷ তা
নাহলে যুক্তবর্ণ হয়না ৷ এই (্)
চিহ্ন ছাড়া যুক্তবর্ণ লেখা
অসম্ভব ৷
প্রথমে আমরা কার সহযোগে
লেখার কথা বলতে পারি ৷
এই কার সহযোগে লেখতে
সবাই পারে তারপরেও একটু
দেখে নেই বাংলায় কার
দশটি ৷
আ-কার(া) ৷ যেমনঃ
বাবা,মা,চাকা,ঢাকা ৷
ই-কার(ি) ৷ যেমনঃ
পাখি,বাড়ি,চিনি ৷
ঈ-কার(ী) ৷ যেমনঃ
নীতি,শীত স্ত্রী ৷
উ-কার(ু) ৷ যেমনঃ খুকু,বুবু,ফুফু ৷
ঊ-কার (ূ) ৷ যেমনঃ
মূল্য,চূর্ণ,পূজা ৷
ঋ-কার (ৃ) ৷ যেমনঃ কৃতী,গৃহ,ঘৃত ৷
এ-কার (ে) ৷ যেমনঃ
ছেলে,মেয়ে ৷
ঐ-কার (ৈ) ৷ যেমনঃ
বৈশাখ,চৈত্র,ধৈর্য ৷
ও-কার (ো) ৷ যেমনঃ
দোলা,তোতা,খোকা ৷
ঐ-কার (ৌ) ৷ যেমনঃ
পৌষ,গৌতম,কৌতুক ৷
কিছু বানান ফলা সহযোগে
লেখতে হয় ৷ না লেখলে
দেখতে অন্যরকম/পড়তে
ভালো লাগে না ৷ দেখে
নেই ফলা সহযোগে ফলা
গুলো ৷ ব্যঞ্জনবর্ণের
সংক্ষিপ্ত রূপকে ফলা বলে ৷
বাংলা ব্যঞ্জনবর্ণের ফলা
ছয়টি ৷
ণ/ন-ফলা ৷ যেমনঃ
চিহ্ন,রত্ন,পূর্বাহ্ন,কৃষ্ণ ৷ [(হ্ন = হ্
+ন/) (ষ্ণ=ষ্+ণ)] ৷
ব-ফলা (ব) ৷ যেমনঃ
বিশ্বাস,নিঃস্ব ( শ্ব = শ্+ব ) ৷
ম-ফলা (ম) ৷ যেমনঃ
তন্ময়,পদ্ম,আত্মা ৷( ন্ম = ন্+ম) ৷
য-ফলা (্য) ৷ যেমনঃ
সহ্য,বিদ্যা ৷ ( হিস = হ্+য ) ৷
র-ফলা (্র) ৷ যেমনঃ গ্রহ,স্রষ্টা
৷ ( স্র = স্+র ) ৷
ল-ফলা (ল) ৷ যেমনঃ
ক্লান্ত,উল্লাস ৷ ( ক্ল = ক্+ল ) ৷
আবার স্বরবর্ণের সাথেও ফলা
যুক্ত হয় ৷ যেমনঃ
এ্যাপোলো,অ্যাটর্নি,অ্যালার্ম
ইত্যাদি ৷ ( এ্যা = এ্+য+া ) ৷
বাংলা যুক্ত ব্যঞ্জনবর্ণের
সাথেও কার এবং ফলা যুক্ত
হয়ে শব্দ গঠিত হয় ৷ যেমনঃ
সন্ন্যাস,সূক্ষ্ম,সন্ধ্যা,ইত্যাদি ৷
( ক্ষ্ম = ক্+ষ্+ম) ৷
নিচে উদাহরণসহ সংযুক্ত বর্ণ
দিলাম ৷ আশাকরি সকলেরই
কাজে লাগবে ৷
দুই বর্ণের যুক্ত :
ক্ক =ক্+ক ৷ যেমনঃ
পাক্কা,ছক্কা,চক্কর ৷
ক্ত =ক্+ত ৷ যেমনঃ রক্ত,শক্ত,ভক্ত
৷
ক্ষ =ক্+ষ ৷(উচ্চারণ ক্+খ-এর
মতো) যেমনঃ
শিক্ষা,বক্ষ,রক্ষা ৷
ক্স =ক্+স ৷ যেমনঃ বাক্স ৷
ঙ্ক =ঙ্+ক ৷যেমনঃ অঙ্ক,কঙ্কাল ৷
ঙ্খ =ঙ্+খ ৷ যেমনঃ শৃঙ্খলা,শঙ্খ ৷
ঙ্গ =ঙ্+গ ৷ যেমনঃ
সঙ্গী,অঙ্গ,ঙ্ঘ=ঙ্+ঘ ৷ যেমনঃ
সঙ্ঘ,লঙ্ঘন ৷
চ্চ =চ্+চ ৷ যেমনঃ উচ্চ,উচ্চারণ ৷
চ্ছ =চ্+ছ ৷ যেমনঃ উচ্ছল,উচ্ছেদ ৷
জ্জ =জ্+জ ৷ যেমনঃ
উজ্জীবিত,উজ্জীবন ৷
জ্ঝ =জ্+ঝ ৷ যেমনঃ কুজ্ঝটিকা ৷
জ্ঞ =জ্+ঞ ৷ যেমন— (উচ্চারণ
গগ্যঁ এর মতো) ৷ যেমনঃ
জ্ঞান,বিজ্ঞান,সংজ্ঞা ৷
ঞ্চ =ঞ্+চ ৷ যেমনঃ অঞ্চল,সঞ্চল
৷
ঞ্ছ =ঞ্+চ ৷ যেমনঃ
বাঞ্ছিত,বাঞ্ছা,বাঞ্ছনীয় ৷
ঞ্জ =ঞ্+জ ৷ যেমনঃ
গঞ্জ,রঞ্জন,কুঞ্জ ৷
ঞ্ঝ = ঞ্+ঝ ৷ যেমনঃ
ঝঞ্ঝা,ঝঞ্ঝাট ৷
[উপরের চারটির উচ্চারণ 'ন'
হলেও লেখার সময় কখনো ন্চ
(অন্চল) ,ন্ছ (বান্ছা),ন্জ (গন্জ) ,
ন্ঝ (ঝন্ঝা) রূপে বা এভাবে
লেখা ঠিক নয় ৷ ]
ট্ট =ট্+ট ৷ যেমনঃ
অট্টালিকা,চট্টগ্রাম ৷
ড্ড =ড্+ড ৷ যেমনঃ
গড্ডালিকা,উড্ডয়ন ৷
ণ্ট =ণ্+ট ৷ যেমনঃ ঘণ্টা,বণ্টন ৷
ত্ত =ত্+ত ৷ যেমনঃ উত্তম,বিত্ত
৷
ত্থ =ত্+থ ৷
উত্থান,উত্থিত,অভ্যুত্থান ৷
দ্দ =দ্+দ ৷ যেমনঃ
উদ্দাম,উদ্দীপক ৷
দ্ধ =দ্+ধ ৷ যেমনঃ উদ্ধত,পদ্ধতি ৷
দ্ভ =দ্+ভ ৷ যেমনঃ
উদ্ভব,উদ্ভিদ,উদ্ভট ৷
ন্ত =ন্+ত ৷ যেমনঃ
অন্ত,দন্ত,কান্ত ৷
ন্দ =ন্+দ ৷ যেমনঃ
আনন্দ,সন্দেশ,বন্দী ৷
ন্ধ =ন্+ধ ৷ যেমনঃ
বন্ধন,রন্ধন,সন্ধান ৷
ন্ন =ন্+ন ৷ যেমনঃ
অন্ন,ছিন্ন,,ভিন্ন ৷
ন্ম =ন্+ম ৷ যেমনঃ জন্ম,প্রজন্ম ৷
প্ত =প্+ত ৷ যেমনঃ
রপ্ত,গুপ্ত,লিপ্ত ৷
প্প =প্+প ৷ যেমনঃ পাপ্পা,
পাপ্পু, পাপ্পি, ধাপ্পু ৷
প্স =প্+স ৷ যেমনঃ লিপ্সা
অভীপ্সা ৷
ব্দ =ব্+দ ৷ যেমনঃ অব্দ,জব্দ,শব্দ ৷
ল্ক =ল্+ক ৷ যেমনঃ উল্কা বল্কল
৷
ল্গ =ল্+গ ৷ যেমনঃ ফাল্গুন ৷
ল্ট =ল্+ট ৷ যেমনঃ উল্টা ৷
ষ্ক =ষ্+ক ৷ যেমনঃ
শুষ্ক,পরিষ্কার,বহিষ্কার ৷
স্ক =স্+ক ৷ যেমনঃ স্কুল ৷
স্খ =স্+খ ৷ যেমনঃ স্খলন ৷
স্ট =স্+ট ৷ যেমনঃ আগস্ট,স্টেশন
৷
স্ত =স্+ত ৷ যেমনঃ অস্ত,সস্তা ৷
স্প =স্+প ৷ যেমনঃ স্পষ্ট,স্পন্দন ৷
স্ফ =স্+ফ ৷ যেমনঃ স্ফটিক ৷
হ্ম =হ্+ম ৷ যেমনঃ ব্রহ্ম,ব্রাহ্মণ ৷
এছাড়াও দুয়ের অধিক বর্ণ
সংযোগেও কিছু সংযুক্ত বর্ণ
গঠিত হয় ৷ যেমনঃ সূক্ষ্ম ( ক্ষ্ম
=ক্+ষ্+ম) ৷
আমরাই পারি বাংলাকে
আরো সুন্দর ভাবে সবার
কাছে পরিচিত করতে ৷
যদি আমার কোথাও ভুল হয়ে
থাকে তাহলে ভুলটা ধরিয়ে
দিবেন ৷
বিষয়: বিবিধ
১২৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন