আজই আমার শেষ দিন.!!!
লিখেছেন লিখেছেন মুহাম্মাদ রুমান ২৩ আগস্ট, ২০১৬, ০৬:৩৮:৫৩ সকাল
আপনি যখন প্রত্যুষে জেগে উঠেন তখন সন্ধ্যাকে প্রত্যক্ষ করার আশা করবেন না, বরং এমনভাবে জীবনযাপন করুন যেন আজই আপনার শেষ সকাল । গতকাল ভালো আর মন্দে কেটে গেছে, আর আগামীকালতো এখনও আসেনি । আপনার জীবনকাল মাত্র একদিন, আপনি যেন আজই জন্মগ্রহণ করেছেন, আর দিনের শেষে মারা যাবেন ।
এ মনোভাব থাকলে আপনি অতীতের দুশ্চিন্তা ও ভবিষ্যতের সকল অনিশ্চিত আশার নেশায় ব্যস্ত হয়ে থাকবেন না । কেবল আজকের দিনটির জন্যই যেন বেঁচে থাকবেন; সারাটা দিন আপনার উচিত জাগ্রত হৃদয়ে প্রার্থনা করা, বুঝে-শুনে কুরআন তিলাওয়াত করা, মহান আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা । প্রতিটি দিনেই আপনার কাজকর্মে ভারসাম্যতা বজায় রাখা, তাক্বদিরের (ভাগ্যের প্রতি) সন্তুষ্ট থাকা ।
আল্লাহ্ সুবহানওয়া তা'আলা বলেন: "আমি আপনাকে যা দান করেছি তা গ্রহণ করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হোন ।" -(সূরা আল আরাফ, আয়াত: ১৪৪)
আজকের দিনটি দুঃখ-বেদনা, বিরক্তি, ক্রোধ ও হিংসা-বিদ্বেষমুক্ত কাটান অবস্থায় । আপনার প্রভুর ফয়সালায় সন্তুষ্ট থাকুন । আপনার হৃদয়ের মণিকোঠায় সোনার হরফে খোদাই করে লিখে রাখুন- "আজই আমার একমাত্র দিন" ।
যখন আপনি এই মনোভাব অর্জন করতে পারবেন তখন আপনি আপনার ব্যক্তিত্বকে উন্নত করে, আপনার ক্ষমতা ও দক্ষতাকে বাড়িয়ে এবং আপনার কাজকর্মকে পরিশুদ্ধ করে আপনার দিনের প্রতিটি মূহর্ত হতেই মুনাফা অর্জন করতে পারবেন । (ইন শা আল্লাহ্)
তাই যারা সন্তুষ্টচিত্তে জীবনযাপন করতে চায়, তাদের সুখের অভিধানে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত হলো- ''আজই আমার শেষ দিন" ।
বিষয়: বিবিধ
৮১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন