শহীদদের মর্যাদা !!!
লিখেছেন লিখেছেন উম্মে হাফসা ০৪ সেপ্টেম্বর, ২০১৬, ০১:১৯:৫৮ রাত
" যারা আল্লাহ্র রাস্তায় নিহত হয়েছে তাদেরকে মৃত মনে করো না, বরং তারা জীবিত,তাদের প্রভুর নিকট তাদেরকে রিযিক দেয়া হয়। " (সূরা আল-ইমরানঃ ১৬৯)
এই আয়াতের ব্যাখ্যা সম্বন্ধে রাসুলুল্লাহ (সাঃ) বলেনঃ তাদের আত্মা সবুজ পাখির ভিতরে থাকে (অর্থাৎ তারা জান্নাতে সবুজ পাখীর আকারে থাকে)।তাদের জন্য জান্নাতে আরশের সাথে ঝুলন্ত বাতি আছে। এর আলোতে তারা জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়ায়। এরপর ক্লান্ত হয়ে গেলে তারা এসে এসব বাতির নিকটে আশ্রয় গ্রহণ করে। একবার তাদের প্রভু তাদের দিকে উঁকি মেরে তাকিয়ে বলেনঃ তোমরা কি আর কিছু চাও? তারা বললেনঃ আমরা আর কি চাইব? আমরা জান্নাতে যেমন ইচ্ছা তেমন ঘুরে বেড়াই।আল্লাহ তায়ালা তাদেরকে এই প্রশ্ন তিনবার জিজ্ঞেস করলেন।
যখন তারা বুঝতে পারল যে তাদেরকে (কিছু না চাওয়া পর্যন্ত) এই প্রশ্ন করা হতে থাকবে তখন তারা বললেনঃ হে প্রভু, আমরা চাই যে ,আপনি আমাদের দেহে আমাদের রুহকে ফিরিয়ে দিন যাতে করে আমরা আপনার রাস্তায় পুনরায় শহীদ হতে পারি। আল্লাহ্ যখন দেখলেন যে, তাদের কোন চাহিদা নেই তখন তিনি তাদেরকে ইচ্ছামত ঘুরতে ছেড়ে দিলেন।
........................................................................ (সহীহ মুসলিম)
সুবহানআল্লাহ!
বিষয়: বিবিধ
১০০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন