আমাদের একজন খালেদা জিয়া ছিল
লিখেছেন লিখেছেন আমি আল বদর বলছি ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০৯:১২ রাত
খালেদা জিয়া জেলের ভিতরে মারা যাবে, উনি আর বাহিরে আলো কখনও দেখতে পাবেন না,
দেখতে দেবে না এই সরকার, মাঝে মধ্যে প্রচন্ড রাগ হয় এই নগ্ন সিস্টেম রাজনৈতি প্রতি, জেলে বন্দি হওয়া ভাইদের কথা কিংবা পুলিশের গুলিতে শহিদ হয়ে যাওয়া রক্ত মাখা চেহারা গুলি যখন চোখের সামনে ভেসে উঠে তখন মনে হয় না আমাকে দিয়ে আর রাজনৈতি হবে না, বেঁশা পাড়া থেকে শুর করে সংসদ পর্য্যন্ত যে সরকারের জয়জয়কার সেই সরকারের পতন, কখনো সম্ভব নয়,
কিন্ত পরক্ষণে কোনো অদৃশ্য শক্তি এসে সাহস দেয় শক্তি জোগায়, না কোনো জুলুমবাজ সরকার কখনও সফল হতে পারেনি ইনশাল্লাহ পারবে না,
আমরা না হয় একটি ইতিহাস রচনা করার জন্য একজন দেশ নেত্রী খালেদা জিয়া হারাবো। কিন্ত বিনিময়ে আমরা অর্জন করবো দেশ প্রেমের এক বিরাট সম্প্রতি, ইতিহাস মনে রাখবে খালেদা জিয়াকে লোকজন বলবে আমাদের একজন খালেদা জিয়া ছিল.
বিষয়: রাজনীতি
৭৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন