প্রিয় টুডে ব্লগের মডু মামু ও বিবাহিত ব্লগার

লিখেছেন লিখেছেন আমি আল বদর বলছি ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৪:৫৭ রাত

টুডে ব্লগ প্রিয় একটি ব্লগ আমার সোনার বাংলা ব্লগটি বন্ধ হওয়ার পর থেকেই টুডে ব্লগই আমাদের ঠিকানা হয়ে আছে অনেকদিন ধরে,

শুরুতেই এই ব্লগের যাত্রা ভালই ছিল কিন্তু হঠাত্ করে কিছু ঝড় তুফান এসে থমকে দিলো এই ব্লগকে,

এক সময় যে ব্লগার গুলি রিতিমত এক্টিভ থাকতো আজ ওরা বিলুপ্ত হয়ে গিয়েছে এই ব্লগ থেকে। কে জানে ওদের মধ্যে কয়জন বেঁচে আছে কয়জন মারা গিয়েছে,

যাইহোক বর্তমানে প্রিয় মডু মামু কিছু কথা আপনাদের না বলে পারচ্ছি না, ব্লগের যে হাল এমন অবস্থায় যদি চলতে থাকে তাহলে খুব দ্রুত ডায়নাসরের মতো বিলুপ্ত ব্লগ হয়ে যাবে টুডে ব্লগ।

প্লিজ মডু মামু নতুন ব্লগারদের প্রথম পাতায় লেখার সুযোগ করে দিন, এতে ব্লগের জন্য ভাল হবে কিছুটা হলেও প্রাণ ফিরে পাবে টুডে ব্লগ আমি মনে করি।

আর মাঝে মধ্যে এডমিন প্যানেল থেকে কিছু একটা লেখা আশা করছি আমি। এডমিন প্যানেল থেকে লেখা পেলে অনেকেই আনন্দিত হয়।

আর বিবাহিত ভাইয়েরা বউ পেয়ে ব্লগ ভুলে গেলেন, যখন আপনাদের বউ ছিল না তখন টুডে ব্লগ ছিল। আজ আপনাদের বউ হয়েছে অতচ আজ টুডে ব্লগ নেই। আপনারা বউ পেয়ে ব্লগ ভুলে গেলেন। অভিশাপ লাগবে এই অবিবাহিত আমার......বলে দিলাম কিন্ত পীর মুর্শিদ কারো গায়ে লেখা থাকে না অভিশাপ লাগলে লেগেও যেতে পারে বলা যায় না Tongue

বিষয়: বিবিধ

৬৯০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386453
২০ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ০৩:৩৬
জাকারিয়া কবির লিখেছেন : যুক্তিযুক্ত লেখাটির জন্য ধন্যবাদ
386458
২০ ফেব্রুয়ারি ২০১৯ বিকাল ০৫:৫৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। একটিভ ব্লগারেরা ব্লগ কর্তৃপক্ষের অবমূল্যায়নৈর করনে দূরে চলে গেছে বলে আমার ধারণা। ব্লগ কর্তৃপক্ষ যদি ব্লগটাকে অন্যান্য ব্লগের মতো চালায় তা হলে এখনো এই প্লাটফর্মে ফিরে আসবে বলে আমার বিশ্বাস। পোস্টের জন্য ধন্যবাদ আপনাকে।
386461
২০ ফেব্রুয়ারি ২০১৯ রাত ১১:২৪
আমি আল বদর বলছি লিখেছেন : জাকারিয়া কবির-- প্রিয় ধন্যবাদ আপনাকে পরে মন্তব্য করার জন্য
386462
২০ ফেব্রুয়ারি ২০১৯ রাত ১১:২৮
আমি আল বদর বলছি লিখেছেন : নূর আয়শা- ওয়ালাইকুম আসসালাম। বাস ব্রো বড় আশা নিয়ে আছি। যে একদিন ব্লগটা আগের অবস্তায় ফিরে আসবে বলে। ধন্যবাদ আপনাকে
386498
২৩ ফেব্রুয়ারি ২০১৯ রাত ০২:১৩
ক্রুসেড বিজেতা লিখেছেন : আসেন, গলাগলি কোলাকুলি করি।
আজ অবিবাহিত বলে ব্রাউজারও সমস্যা করে।
২৩ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ০৩:১১
318305
আমি আল বদর বলছি লিখেছেন : বড় ধরনের কস্টে আছি ভাই আসেন কোলাকুলি করি। এত করে বললাম আব্বু আমাকে বিয়ে দিন কিন্ত শুনলেন না আব্বু। আজ বিবাহিত হলে ব্লগে এসে পরে থাকতে হতো না।

ধন্যবাদ আপনাকে অনেকদিন পর দেখলাম আপনাকে ব্লগে ভাল লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File