আমি চিত্কার করে বলছিলাম
লিখেছেন লিখেছেন আমি আল বদর বলছি ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৭:৪৭ রাত
আমি চিত্কার করে বলছিলাম,
- আমার ভাইদের ছেড়ে দিন, ওরা কোনো অপরাধ করেনি, শিবির করার অপরাধে যদি ওদের মেরে ফেলতে হয়,
আপনারা আমার ভাইদের মেরে ফেলুন,
কিন্তু মিথ্যা অস্ত্র মামলা দিয়ে আমার ভাইদের মারবেন না প্লিজ।
আমার মায়েরাও সেদিন চিত্কার করে বলেছিল, আমার ছেলে শিবির করবে না, দয়া করে আমার ছেলেকে ছেড়ে দিন।
- তোরা ঠিকই আমার ভাইকে ছেড়ে দিয়েছিলি কিন্তু গুলি করে মেরে ফেলে চোখ দুটি তুলে পশুর মতো হত্যা করে,
আমি চিত্কার করে বলেছিলাম, আমিও এই দেশের নাগরিক, আমারও কথা বলার অধিকার আছে, আমারও স্বাধীনতা আছে,
- কিন্তু তোমরা আমার এই কথা শুনলে না, তোমরা আমাকে রাজাকার আল বদর ট্যাগ লাগিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মারতে চাও,
আমি অনেক চিত্কার করেছি, অনেক রক্ত দিয়েছি, বোকের তাজা রক্ত তদের ঢেলে দিতে এখন প্রস্তুত আছে,
তদের প্রতিটি বন্দুকের গুলি আমাকে নিশানা করে আছে এখনও, খুজে চলছে আমাকে....
তদের এই খেলা আর আমার আল্লার কাছে চিত্কার করে জানিয়ে দেওয়া তদের অপরাধের কথা একদিন বিজয় এনে দিবে আমাকে আশা রাখি স্বপ্ন রাখি বোকে,
তোরা মারতে থাক আমরা মরতে থাকি দেখি না কতদূর যায় তদের এই রক্তের খেলা
বিষয়: রাজনীতি
৬৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন