তোমরা যারা জামাত শিবির ছেড়ে চলে যাচ্ছ।

লিখেছেন লিখেছেন আমি আল বদর বলছি ১০ জানুয়ারি, ২০১৯, ০৭:১৬:৩৪ সন্ধ্যা



বাংলাদেশে বর্তমান পরিস্থিতি কি সেটা নতুন করতে বলতে হচ্ছে না প্রিয় আপনি ভাল করেই জানেন বর্তমান বাংলাদেশে রাজনৈতিক অবস্থা কি ,

বাংলাদেশে সবচেয়ে বড় ইসলামিক দল বাংলাদেশ জামায়াত ইসলামি বর্তমান অবস্থা চিন্তা করলে গা শিওরে

জামায়াত ইসলামি শিবির যারা করে ওরা তো প্রায় নিজেই ভুলেই গিয়েছে প্রায় যে ওরা এই দেশের নাগরিক,

জুলুম নির্য্যাতন ফাঁসি গুম খুন এই শব্দ গুলি যেন শুধু মাত্র জামায়াত ইসলামির জন্যেই তৈরি করা হয়েছে,

শুরু থেকে শেষ আজ পর্য্যন্ত এই তীর হারা ঢেউয়ের সাগরে যারা হাল ধরেছিল আজ অনেকেই সেই হাল ছেড়ে দিতে হচ্ছে এই জুলুম বাজ সরকারের জন্যে।

আজকে যারা প্রিয় জাময়াত ইসলামি ছাত্রশিবির ছেড়ে দিয়ে নিজের ক্যারিয়ার পরিবারের দিকে নজর দিচ্ছেন আপনাদের সত্যিই কিছু বলার নেই ।

সঃগঠনের সুখের সময় আপনি পাশে থাকবে আর দুঃখের সময় আপনি দূরে থাকবেন এই শপথ করেই কি আপনি সঃগঠনে ঢুকে ছিলেন?

আজ কেন আপনি বলছেন এইসব রাজনৈতি করে কোনো লাভ হবে না নিজের জান আগে বাচাতে হব? কেন নিজে সঃগঠন ছেড়ে দিয়ে অন্যকে ছাড়া কথা বলছেন কেন? আপনি নিজে কাজ করছেন না অন্য একজনকে কাজ করতে দিচ্ছেন না কেন? হা মানলাম এই পরিস্থিতিতে ইসলামি আন্দোলন সম্ভব নয়,

কিন্তু ইসলামি আন্দোলন যে কোনো পরিস্থিতিতে করতে হয় সেই কথা কি জানেন না?

যতই বাধা আসুক দাড়িয়ে থাকতে হবে এই পথে এটা কি ইসলামি আন্দোলনের কথা নয়?

আসলে আপনাদের মতো এমন প্রজন্ম আমাদের প্রয়োজন নেই

“আমাদের এমন প্রজন্ম প্রয়োজন যারা ইসলামকে আঁকড়ে ধরে রাখবে, ইসলাম তাদেরকে ধরে রাখবে এমন নয়।”

— ইমাম হাসান আল-বান্না (রাহিমাহুল্লাহ)

বিষয়: বিবিধ

৭৪৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386325
১১ জানুয়ারি ২০১৯ রাত ১২:১২
শেখের পোলা লিখেছেন : দুনিয়াকে প্রাধান্য দিয়ে দ্বীন সম্ভব নয়। তার জন্য চাই মক্কী সাহাবীদের মত ইমান।
১১ জানুয়ারি ২০১৯ দুপুর ০৩:২৩
318201
আমি আল বদর বলছি লিখেছেন : আমাদের এমন ঈমান দান করুণ আল্লাহ
যে ঈমান ফাঁসির কাস্টে গিয়েও আল্লাহর জয় গান গায়। জাযাকাল্লাহ খায়র প্রিয়
386326
১১ জানুয়ারি ২০১৯ দুপুর ০২:০৩
কুয়েত থেকে লিখেছেন : আমাদেরকে হুদাইবিয়ার সন্ধি তথা বয়াতে রিদোয়ান এর কথা স্বীকার করতে হবে এবং শিক্ষা নিতে হবে। ইসলামী আন্দোলন আল্লাহ্ তায়ালার এক বিশেষ নেয়ামত যার প্রতিধান নেয়ামত পূর্ণ জাননাত। এই অবস্থা চিরদিন থাকবে না। ধন্যবাদ আপনাকে
১১ জানুয়ারি ২০১৯ দুপুর ০৩:২৩
318202
আমি আল বদর বলছি লিখেছেন : বারাকাল্লাহ ফি হায়াতি প্রিয় ভাই
386328
১১ জানুয়ারি ২০১৯ সন্ধ্যা ০৭:২৩
আকবার১ লিখেছেন : চমৎকার , ইসলামী সমাজে যোগদিন।
http://islamisomaj.org/ এটা তাদের
ওয়েব সাইট।
386329
১১ জানুয়ারি ২০১৯ সন্ধ্যা ০৭:২৮
মনসুর আহামেদ লিখেছেন : ভালো লাগলো, আপনি আমিনুল ইসলাম ভাই নাকি। যিনি এই বইটি লিখেছিল।
http://www.storyofbangladesh.com/ebooks/amialbadrbolchhi.html
১২ জানুয়ারি ২০১৯ রাত ১২:৩৪
318203
আমি আল বদর বলছি লিখেছেন : না ভাই আমি উনার ভাই নয়


আমি মনে আরও আগেও আপনাকে এই প্রশ্নের উওর দিয়েছিলাম? সঠিক মনে পরছে না
386330
১২ জানুয়ারি ২০১৯ রাত ১২:৫৯
মনসুর আহামেদ লিখেছেন : আমি আল বদর বলছি, বইটি পড়েছেন।
১২ জানুয়ারি ২০১৯ সকাল ১০:৩৩
318206
আমি আল বদর বলছি লিখেছেন : জ্বি প্রিয় ভাই পরেছি আমি।
386331
১২ জানুয়ারি ২০১৯ রাত ০৪:৪৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, সহমত পোষন করছি।
১২ জানুয়ারি ২০১৯ সকাল ১১:২০
318209
আমি আল বদর বলছি লিখেছেন : ওয়ালাইকুমসালাম


শুকরিয়া প্রিয় ভাই গরীবের ব্লগ বাড়িতে আশার জন্য। আপনাকে আরও কয়েকজন ব্লগার ভাইদের দেখেই আমি এই ব্লগ পাড়ায় এসেছি
১৩ জানুয়ারি ২০১৯ রাত ০৪:৪৩
318210
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসলে ব্লগ আগের মত মজা নাই, সবাই ফেসবুকে ব্যস্ত থাকে, তারপরেও মাঝে মাঝে উকি মেরে দেখি।
১৩ জানুয়ারি ২০১৯ সকাল ১০:৪৩
318211
আমি আল বদর বলছি লিখেছেন : হা সেটাই দেখতেছি

তবে আশাকরি আমরা ব্লগটা টিকিয়ে রাখবো



ফেইসবুকে
386339
১৩ জানুয়ারি ২০১৯ দুপুর ০২:২৭
নিমু মাহবুব লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ভালো লাগল,ধন্যবাদ। Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose
১৩ জানুয়ারি ২০১৯ বিকাল ০৫:১৩
318213
আমি আল বদর বলছি লিখেছেন : ওয়ালাইকুম আস সালাম

গরীবের ব্লগ বাড়িতে আশার জন্য ধন্যবাদ। প্রিয়
১৩ জানুয়ারি ২০১৯ বিকাল ০৫:১৩
318214
আমি আল বদর বলছি লিখেছেন : ওয়ালাইকুম আস সালাম

গরীবের ব্লগ বাড়িতে আশার জন্য ধন্যবাদ। প্রিয়
386347
১৬ জানুয়ারি ২০১৯ দুপুর ০২:০৯
মুহাঃ মাসউদুল হাসান মামুন লিখেছেন : ভালো লাগলো
১৭ জানুয়ারি ২০১৯ সন্ধ্যা ০৬:২০
318220
আমি আল বদর বলছি লিখেছেন : ধন্যবাদ প্রিয়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File