তোমরা যারা জামাত শিবির ছেড়ে চলে যাচ্ছ।
লিখেছেন লিখেছেন আমি আল বদর বলছি ১০ জানুয়ারি, ২০১৯, ০৭:১৬:৩৪ সন্ধ্যা
বাংলাদেশে বর্তমান পরিস্থিতি কি সেটা নতুন করতে বলতে হচ্ছে না প্রিয় আপনি ভাল করেই জানেন বর্তমান বাংলাদেশে রাজনৈতিক অবস্থা কি ,
বাংলাদেশে সবচেয়ে বড় ইসলামিক দল বাংলাদেশ জামায়াত ইসলামি বর্তমান অবস্থা চিন্তা করলে গা শিওরে
জামায়াত ইসলামি শিবির যারা করে ওরা তো প্রায় নিজেই ভুলেই গিয়েছে প্রায় যে ওরা এই দেশের নাগরিক,
জুলুম নির্য্যাতন ফাঁসি গুম খুন এই শব্দ গুলি যেন শুধু মাত্র জামায়াত ইসলামির জন্যেই তৈরি করা হয়েছে,
শুরু থেকে শেষ আজ পর্য্যন্ত এই তীর হারা ঢেউয়ের সাগরে যারা হাল ধরেছিল আজ অনেকেই সেই হাল ছেড়ে দিতে হচ্ছে এই জুলুম বাজ সরকারের জন্যে।
আজকে যারা প্রিয় জাময়াত ইসলামি ছাত্রশিবির ছেড়ে দিয়ে নিজের ক্যারিয়ার পরিবারের দিকে নজর দিচ্ছেন আপনাদের সত্যিই কিছু বলার নেই ।
সঃগঠনের সুখের সময় আপনি পাশে থাকবে আর দুঃখের সময় আপনি দূরে থাকবেন এই শপথ করেই কি আপনি সঃগঠনে ঢুকে ছিলেন?
আজ কেন আপনি বলছেন এইসব রাজনৈতি করে কোনো লাভ হবে না নিজের জান আগে বাচাতে হব? কেন নিজে সঃগঠন ছেড়ে দিয়ে অন্যকে ছাড়া কথা বলছেন কেন? আপনি নিজে কাজ করছেন না অন্য একজনকে কাজ করতে দিচ্ছেন না কেন? হা মানলাম এই পরিস্থিতিতে ইসলামি আন্দোলন সম্ভব নয়,
কিন্তু ইসলামি আন্দোলন যে কোনো পরিস্থিতিতে করতে হয় সেই কথা কি জানেন না?
যতই বাধা আসুক দাড়িয়ে থাকতে হবে এই পথে এটা কি ইসলামি আন্দোলনের কথা নয়?
আসলে আপনাদের মতো এমন প্রজন্ম আমাদের প্রয়োজন নেই
“আমাদের এমন প্রজন্ম প্রয়োজন যারা ইসলামকে আঁকড়ে ধরে রাখবে, ইসলাম তাদেরকে ধরে রাখবে এমন নয়।”
— ইমাম হাসান আল-বান্না (রাহিমাহুল্লাহ)
বিষয়: বিবিধ
৭৪৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যে ঈমান ফাঁসির কাস্টে গিয়েও আল্লাহর জয় গান গায়। জাযাকাল্লাহ খায়র প্রিয়
http://islamisomaj.org/ এটা তাদের
ওয়েব সাইট।
http://www.storyofbangladesh.com/ebooks/amialbadrbolchhi.html
আমি মনে আরও আগেও আপনাকে এই প্রশ্নের উওর দিয়েছিলাম? সঠিক মনে পরছে না
শুকরিয়া প্রিয় ভাই গরীবের ব্লগ বাড়িতে আশার জন্য। আপনাকে আরও কয়েকজন ব্লগার ভাইদের দেখেই আমি এই ব্লগ পাড়ায় এসেছি
তবে আশাকরি আমরা ব্লগটা টিকিয়ে রাখবো
ফেইসবুকে
ভালো লাগল,ধন্যবাদ।
গরীবের ব্লগ বাড়িতে আশার জন্য ধন্যবাদ। প্রিয়
গরীবের ব্লগ বাড়িতে আশার জন্য ধন্যবাদ। প্রিয়
মন্তব্য করতে লগইন করুন