রাজাকার আলী আহসান মুজাহিদ
লিখেছেন লিখেছেন আমি আল বদর বলছি ২২ নভেম্বর, ২০১৮, ১২:৫৩:৪৫ দুপুর
৬৭ বছরে একজন ব্যক্তিকে কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ অন্যায় ভাবে রাস্ট্রি আয়োজনে হত্যা করা হবে, অতচ ৬৭ বছরে এই মানুষটি মৃত্যুর কোনো ভয় নেই হাসিমুখে কথা বলছে সবার সাথে,
রাত ৯টার পর পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করতে যায়, এসময় ৬৭ বছরের রাজাকার প্রাণ ভিক্ষার আবেদন করেননি বলে জানান।
পরিবারের সদস্যদের এবং পরিবারের সদস্যদের ধৈর্য্য ধরার পরামর্শ দেন
এই ৬৭ বছরের রাজাকার, যার কি না কিছুক্ষণের মধ্যে ফাঁসি হয়ে যাবে,
সে কি না উল্টো পরিবারের সদস্যদের ধৈর্য্য ধরতে বলে হতাশ না হওয়ার জন্যে বলে,
কি অবাক কান্ড কিসের লোভে কিসের আশায় মৃত্যুকে আপন করে নিয়েছে,
সমাজের বিলাসিতা জীবন ছেড়ে চিরকালের জন্যে বিদায় নিচ্ছে যে মানুষটি সেই মানুষটির মনে একটুও ভয় কি অদ্ভূত কান্ড তাই না?
হা অদ্ভূত হওয়ার কথাই তো কোরআনের রাজ কায়েম করতে গিয়ে জীবন দিতে আজকে বাংলার মাটিতে একজন ব্যক্তি পাওয়া খুবই মুশকিল বেপার,
সবাই তো আর নিজের জীবন ইসলামি আন্দোলনের পথে উজার করে দেয় না !শুধুমাত্র মুমিন যারা ওরাই আল্লাহর রাস্তায় নিজেকে উজার করে দেয়
- নিশ্চয়ই আল্লাহ মুমিনের জান ও মাল খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তারা লড়াই করে আল্লাহর রাস্তায়। অতঃপর তারা মারে ও মরে’ (তওবাহ ৯/১১১)।
আজও অপেক্ষা করি এই নিরঅপরাধ রাজাকারের পক্ষে ইতিহাস কথা বলার
আজও অপেক্ষায় করি সেইদিনের যেদিন ছোট ছোট বাচ্চারা বলবে আমি রাজাকার মুজাহিদ হতে চাই, আমি রাজাকার কাদের মোল্লাহ হতে চাই, আমি রাজাকার নিজামী হতে চাই,
আমি রাজাকার মীর কাসেম আলী হতে চাই, আমি রাজাকার কামরুজ্জামান হতে চাই,
আমি রাজাকার সাঈদী হতে চাই অপেক্ষায় আছি সেইদিনের
বিষয়: বিবিধ
৮৩০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গল্প নয় ব্যাস্তব
ধন্যবাদ প্রিয়
এই নির্বাচনে বিএনপির সাথে থেকেই নির্বাচন করবে ইনশাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন