রাজাকার আলী আহসান মুজাহিদ

লিখেছেন লিখেছেন আমি আল বদর বলছি ২২ নভেম্বর, ২০১৮, ১২:৫৩:৪৫ দুপুর



৬৭ বছরে একজন ব্যক্তিকে কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ অন্যায় ভাবে রাস্ট্রি আয়োজনে হত্যা করা হবে, অতচ ৬৭ বছরে এই মানুষটি মৃত্যুর কোনো ভয় নেই হাসিমুখে কথা বলছে সবার সাথে,

রাত ৯টার পর পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করতে যায়, এসময় ৬৭ বছরের রাজাকার প্রাণ ভিক্ষার আবেদন করেননি বলে জানান।

পরিবারের সদস্যদের এবং পরিবারের সদস্যদের ধৈর্য্য ধরার পরামর্শ দেন

এই ৬৭ বছরের রাজাকার, যার কি না কিছুক্ষণের মধ্যে ফাঁসি হয়ে যাবে,

সে কি না উল্টো পরিবারের সদস্যদের ধৈর্য্য ধরতে বলে হতাশ না হওয়ার জন্যে বলে,

কি অবাক কান্ড কিসের লোভে কিসের আশায় মৃত্যুকে আপন করে নিয়েছে,

সমাজের বিলাসিতা জীবন ছেড়ে চিরকালের জন্যে বিদায় নিচ্ছে যে মানুষটি সেই মানুষটির মনে একটুও ভয় কি অদ্ভূত কান্ড তাই না?

হা অদ্ভূত হওয়ার কথাই তো কোরআনের রাজ কায়েম করতে গিয়ে জীবন দিতে আজকে বাংলার মাটিতে একজন ব্যক্তি পাওয়া খুবই মুশকিল বেপার,

সবাই তো আর নিজের জীবন ইসলামি আন্দোলনের পথে উজার করে দেয় না !শুধুমাত্র মুমিন যারা ওরাই আল্লাহর রাস্তায় নিজেকে উজার করে দেয়

- নিশ্চয়ই আল্লাহ মুমিনের জান ও মাল খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তারা লড়াই করে আল্লাহর রাস্তায়। অতঃপর তারা মারে ও মরে’ (তওবাহ ৯/১১১)।

আজও অপেক্ষা করি এই নিরঅপরাধ রাজাকারের পক্ষে ইতিহাস কথা বলার

আজও অপেক্ষায় করি সেইদিনের যেদিন ছোট ছোট বাচ্চারা বলবে আমি রাজাকার মুজাহিদ হতে চাই, আমি রাজাকার কাদের মোল্লাহ হতে চাই, আমি রাজাকার নিজামী হতে চাই,

আমি রাজাকার মীর কাসেম আলী হতে চাই, আমি রাজাকার কামরুজ্জামান হতে চাই,

আমি রাজাকার সাঈদী হতে চাই অপেক্ষায় আছি সেইদিনের

বিষয়: বিবিধ

৮১৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386152
২২ নভেম্বর ২০১৮ রাত ০৮:১০
শেখের পোলা লিখেছেন : কিন্তু তাদের আসল ইতিহাস ছোটরা জানবে কেমন করে? ইতিহাস তো এখন উপন্যাস গল্পের মত লেখা হয়। যেখানে পাহাড় ভেঙ্গে সাগর আর সাগর বুজিয়ে পাহাড় করা হচ্ছে। ধন্যবাদ।
২৩ নভেম্বর ২০১৮ দুপুর ০১:১০
318105
আমি আল বদর বলছি লিখেছেন : হা ওদের নিয়ে একদিন উপন্যাস লেখা হবে

গল্প নয় ব্যাস্তব

ধন্যবাদ প্রিয়
386155
২৩ নভেম্বর ২০১৮ সকাল ০৯:০৮
হতভাগা লিখেছেন : ঐক্য জোটে কি জামায়াত আছে? জামায়াতের কথা তো শোনা যাচ্ছে না ঐক্য জোট ও যুক্তফ্রন্টের ঠেলায়। তারা কি বিম্পির সাথে আছে নাকি আলাদা নির্বাচন করবে?
২৩ নভেম্বর ২০১৮ দুপুর ০১:১১
318106
আমি আল বদর বলছি লিখেছেন : জামায়াত ইসলামি বিএনপির সাথেই আছে

এই নির্বাচনে বিএনপির সাথে থেকেই নির্বাচন করবে ইনশাল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File