পবিত্র কোরআন চুরি।
লিখেছেন লিখেছেন আমি আল বদর বলছি ২৬ জুন, ২০১৮, ০৭:৪০:৪৫ সন্ধ্যা
এই লজ্জা রাখি কই? শেষ মেষ কোরআন চুরি করছে মানুষ
সিলেট কেন্দ্রীয় জামেয়া মসজিদে আজ যোহর নামায পর এক ব্যক্তি কোরআন শরীফ চুরি করতে হিট ধরা খেয়েছে,
নামায পড়ে বের হয়ে এত লোকজন দেখে এগিয়ে গেলাম, খেয়াল করলাম ২০ বছর হবে মেইভি এক তরুণ আরও এক ৩০-৩৫ বছরে পুরুষকে বেধুম মারছে, ঘটনা কি জানতে পাশে দাড়িয়ে থাকা ব্যক্তিকে জিগ্যেস করলাম উওর শুনে তো পুরাই হতভম্ব হয়ে পড়েছি, কোরআন চুরি করতে গিয়ে না কি ধরা খেয়েছে ছি কতটা নিচে নেমেছে এই মুসলিম সমাজ ভাবলে লজ্জা করে,
এইসব কুকুরের বাচ্চাদের হাতে পবিত্র কোরআন শরীফও ছাড় পাচ্ছে না,
বিষয়: বিবিধ
৮৬১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পড়তে যদি নেওয়ার ইচ্ছা থাকতো তাইলে একটা কোরআন ইমাম সাহেবকে বলে নিয়ে যেতে পারতো,? কিন্ত না উনি ৫-৬টা ব্যাগ ভর্তি করে নিচ্ছেন আরও জানতে পারলাম লোকটা নেশা খোর ছিল
সরকার যেভাবে মাদক নির্মূল অভিযান চালাচ্ছে তাতে মাদকসেবীরা সামনে আরও ডেসপারেট কিছু করবে।
উচিত ছিল - যারা এডিক্ট তাদেরকে আগে কনভিন্স করানো । তারপরে একশনে নামা।
মন্তব্য করতে লগইন করুন