ইসলামি আন্দোলনের নেতাদের কিছু কথা এবং উপদেশ !

লিখেছেন লিখেছেন আমি আল বদর বলছি ১৭ আগস্ট, ২০১৬, ১০:১৮:১৫ রাত



ইসলামি আন্দোলনের নেতাদের কিছু কথা

এবং উপদেশ

..........

তোমরা যে অবস্থায় থাক না কেন আযান শোনার সাথে সাথে নামাযের জন্য প্রস্তুতি গ্রহন করবে।

(যুবকদের প্রতি শহীদ হাসান আল বান্না)

,

"গোমরাহ জাহিলদের বুঝানো যেতে পারে

কিন্তু গোমরাহ আলিমদের বুঝানোর

চেষ্টা করা নিরর্থক ৷

মৃত্যুর পর প্রকৃত সত্য তাদের কাছে

প্রকাশ হয়ে যাবে এবং আমার কাছেও ৷"

['ইমাম' আল্লামা মওদূদী (রহঃ)

,

মহান হতে জ্ঞানী হওয়া লাগে না, কিন্তু জ্ঞানী হতে

অবশ্যই মহান হওয়া জরুরী। নো ওয়ে ম্যান!! -

(শহীদ হাসান আল বান্না)

,

মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমিনে নয়!!!

-আল্লামা সাইয়েদ আবুল আলা মওদুদী (রহ)

,

নবুওয়াতের দরজা বন্ধ হয়ে গেলেও, শাহাদাতের দরজা খোলা আছে!!!

-শহীদ আব্দুল কাদের মোল্লা (রহ)

,

তোমাদের দেয়া ফাঁসির রশি, আমার জুতার ফিতার সমানও নয়!!!

- আল্লামা দেলাওয়ার হোসাঈন

সাঈদী।

,

“কোরআনের ছায়াতলে জীবন অতিবাহিত করতে পারাটা এক বিশাল

অনুগ্রহ। এ ব্যাপারটি কেবল তাদের দ্বারাই উপলব্ধি করা সম্ভব যারা

এর অভিজ্ঞতা লাভ করতে পেরেছে। এ এক এমন সমৃদ্ধ অভিজ্ঞতা যা

জীবনকে উদ্দেশ্যমন্ডিত করে এবং তাকে বাঁচার উপযোগী করে

তোলে।” — উস্তায সাইয়্যিদ কুতুব

,

,মু’মিন প্রকৃতপক্ষেই শ্রেষ্ঠ। কারণ তারা যেমন শ্রেষ্ঠ, তেমনি শ্রেষ্ঠ

তাঁর আকীদা-বিশ্বাসের উৎস। বিশাল সাম্রাজ্য তার দৃষ্টিতে নগণ্য

মাত্র। বিপুল শক্তির অধিকারী ব্যক্তিবর্গ তার নিকট তুচ্ছ। সমাজে

প্রচলিত জনপ্রিয় সংখ্যক মানুষকে কোন বিষয় পছন্দ করতে দেখেই

মু’মিন সে বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায় না। এদিক থেকে মু’মিনের স্থান

সকলের শীর্ষে। সে সকল জ্ঞানের উৎস একমাত্র আল্লাহ তাআলার নিকট থেকে পথের সন্ধান লাভ করেছে। প্রতিটি বিষয়ে সে মহান আল্লাহর

নির্দেশ জানতে চায় এবং সেখান থেকে যখন যে বিষয়ে যেরূপ হেদায়াত লাভ

করে, তা-ই সে মেনে চলে। —

উস্তায সাইয়েদ কুতুব (রাহিমাহুল্লাহ)

,

“অন্য কোন কিছুই একজন বান্দার অতটা বেশি প্রয়োজন নেই, যতটা

বেশি প্রয়োজন সরল সঠিক পথের নির্দেশনা।”



(ইমাম ইবনুল কায়্যিম)

(রাহিমাহুল্লাহ)

,

“নেতারা যে অধীনস্তদের নেতৃত্বে থাকে, সেই মানুষদের চেয়ে যখন

নিজেদেরকে বেশি অগ্রাধিকার দেয়, তারা সেই পদের জন্য তখন আর

যোগ্য থাকে না।” —

(সুলতান সালাহ আদ-দ্বীন আল-আইয়ুবি )(রাহিমাহুল্লাহ)

,

,“আপনি যদি একটি জাতিকে কোনরকম যুদ্ধ ছাড়াই ধ্বংস করে দিতে

চান, তাহলে তাদের তরুণ প্রজন্মের মাঝে অশ্লীলতা আর ব্যাভিচারের

প্রচলনের ব্যবস্থা করে দিন।” —

( সুলতান সালাহ আদ-দ্বীন ইউসুফ আইয়ুবী )(রহিমাহুল্লাহ)

,

“আমাদের এমন প্রজন্ম প্রয়োজন যারা ইসলামকে আঁকড়ে ধরে রাখবে,

ইসলাম তাদেরকে ধরে রাখবে এমন নয়।”

(শহীদ হাসান আল বান্না)

,

ফয়সালার মালিক আল্লাহ, তোমরা শুধু চেষ্টাই করতে পারো।

----শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী

,

,আমার বয়স হয়েছে, যে কোন সময় মৃত্যু আসবেই।

আমি শাহাদাতের মৃত্যু চাই।

----শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী

,

,

ইসলামী আন্দোলনে নেতৃত্বের সংকট হবে না। পরিস্থিতি যতো

কঠিন হবে ততো দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে হঠবে।

----শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী

,

আমার শাহাদাত পরিবর্তনের সূচনা করবে ইনশাআল্লাহ।

----শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী

,

আমার প্রাণ বুক পকেটেই থাকে, যখনই

আল্লাহ চাইবেন

তখনই দিয়ে দেবো।"

---আল্লামা দোলোয়ার হোসাইন

সাঈদী।

,

ওহে জালিম তুমি কাকে দেখাও ভয়

ঐ ভয়ে কম্পিত নয় আমার হৃদয়,

কুরআনের রাজ কায়েমে উৎসর্গিত আমার

সকল জাগতিকতা

প্রহসনের ফাঁসির রশি আমার পায়ের

জুতার

ফিতা।"

---আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী

বিষয়: রাজনীতি

১১২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File