মানুষ মানুষের জন্য এই কথা ১০০% মিথ্যা

লিখেছেন লিখেছেন আমি আল বদর বলছি ১৩ আগস্ট, ২০১৬, ০৫:১৩:৪৬ বিকাল

মানুষ মানুষের জন্য এই কথা ১০০% মিথ্যা

........

যখন দেখি নিরপরাধ রিক্সা ডাইভার তার ভারা খুজতে গিয়ে মার খেতে হয় তখন মনে হয় মানুষ মানুষের জন্য এটা সম্পূর্ণ মিথ্যা!

,

যখন দেখি দুবেলা দুয় মুটু ভাত খাবার জন্য

মা বা হারা সন্তান রাস্তায় রাস্তায় মানুষের কাছে হাত পাতায় তখন সাহায্যে না করে উল্টো গালি দেয় তখম মনে হয় সত্যিই কি?

মানুষ মানুষের জন্য??

:,

যখন দেখি রাস্তায় ফুটপাতে শুয়ে থাকা মানুষদের দেখে দুই চোখ বন্দ করে চলে যায়

তখন মনে হয় সত্যিই কি মানুষ মানুষের জন্য

,

রাস্তায় দাড়ে যখন দুঃখিনী মা যখন তার বাচ্চাকে নুন আর পান্তা ভাত দিতে গিয়ে তার অজান্তেই চোখের পানি ফেলে দেয়

তখন মনে হয় সত্যিই কি মানুষ মানুষের জন্য

,

,যখন এতিম শিশুটি জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েও চোখ বুজে সব সহ্য করতে থাকে তার

একমাত্র আশ্রয়স্থল আল্লাহর কাছে সব আবদার, অভিযোগ পেশ করার জন্য। তখন মনে হয় সত্যিই কি মানুষ মানুষের জন্য!!

,আমরা কয়জন জানি আমাদের এলাকায় এতিম কারা? আমরা প্রতিদিন মসজিদে নামায পড়তে ঢুকি এবং নামায শেষে বের হয়ে যে যার কাজে চলে যাই। নামাযের সময় পাশে বসা ছেড়া কাপড় পড়া মলিন মুখের অসহায় দেখতে মানুষটার খবর নেওয়ার প্রয়োজন পর্যন্ত অনুভব করি না।

,আল্লাহ বলেন......

,মনে করে দেখ, যখন আমি বনী ইসরাইলের কাছ থেকে

অঙ্গীকার নিয়েছিলাম: “আল্লাহ ছাড়া আর কোনো কিছুরই ইবাদত করবে না; বাবা-মার জন্য সবকিছু সবচেয়ে ভালোভাবে করবে; এবং নিকটাত্মীয়, অসহায়-এতিম আর গরিব- সামর্থ্যহীনদের সাথেও; মানুষের সাথে খুব সুন্দর ভাবে কথা বলবে; সালাত প্রতিষ্ঠা করবে এবং যাকাত দিবে।” এরপরও তোমাদের কয়েকজন ছাড়া বাকি সবাই মুখ ফিরিয়ে নিলে। তোমরা কথা দিয়ে কথা রাখোনি।

[আল-বাক্বারাহ ৮৩]

,

আল্লাহ কখনই মানব জাতির কোনো ক্ষতি করেন

না, বরং মানুষরাই মানুষের ক্ষতি করে।

[ইউনুস ১০:৪৪]

,

(এতিম) শুধু বাবা-মা হারা ছোট বাচ্চারাই নয়, এমনকি যারা বয়স্ক, যাদের কেউ নেই, যাদের অবস্থার উন্নতি করার কোনো সুযোগ তাদের নেই, তারাও এতিম।

সমাজে যত মানুষ রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি যাদের দেখাশোনা করা দরকার, একটু আদর, একটু ভালবাসা দরকার, তারা হলো এতিম বাচ্চারা। একজন বাচ্চার কাছে তার বাবা-মার থেকে বেশি জরুরি আরকে হতে পারে? ছোট বাচ্চারা অসহায়, দুর্বল। তারা নিস্পাপ, তারা অবুঝ। আজকের নিষ্ঠুর সমাজে বাবা-মা ছাড়া একটি শিশুর একা একা

জীবন কী ভয়ংকর কঠিন, এটা আমরা কল্পনাও করতে পারি না। সমাজের অন্য যে কারো থেকে তাদের সাহায্য দরকার সবচেয়ে বেশি। আমরা যদি তাদের সাহায্যে এগিয়ে না আসি, তাহলে তারা কোথায় যাবে?

,

আমাদের অনেকেরই দান করতে গেলে অনেক কষ্ট হয়। কোনো এতিমখানায় দান করলে, বা কোনো গরিব আত্মীয়কে হাজার খানেক টাকা দিলে মনে হয়: কেউ যেন বুকের একটা অংশ ছিঁড়ে নিয়ে গেল। আমরা ব্যাপারটাকে এভাবে চিন্তা করতে পারি— দুনিয়াতে আমার একটি ক্ষণস্থায়ী কারেন্ট একাউন্ট রয়েছে, এবং আখিরাতে আমার

আরেকটি দীর্ঘস্থায়ী ফিক্সড ডিপোজিট একাউন্ট রয়েছে। আমি আল্লাহর ﷻ রাস্তায় যখন খরচ করছি, আমি আসলে আমার দুনিয়ার একাউন্ট থেকে আখিরাতের একাউন্টে ট্রান্সফার করছি মাত্র। এর বেশি কিছু না। আমার সম্পত্তি কোথাও হারিয়ে যাচ্ছে না, আমারই থাকছে, যতক্ষণ না আমি দান করে কোনো ধরনের আফসোস করি, বা দান করে মানুষকে কথা শোনাই।

সামান্য সাহায্যেই বদলে দিতে পারে

একটি পরিবার!!

সবাই কাছে আমার এই অনুরোধ সাহায্যে না করতে পারলে মন থেকে

মন থেকে দোয়া করবেন তাদের জন্য!

,আমি এই ব্লগে নতুন কিছু ভুল হলে ক্ষমা করবেন??

ধন্যবাদ

বিষয়: বিবিধ

৯৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File