মানুষ পশুর চেয়ে অধম হয় কেমনে

লিখেছেন লিখেছেন তানযীর সতর্ককারী ২২ জুলাই, ২০১৬, ০৯:১২:৩১ রাত

মহান সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির সেরা অাখ্যায়িত করেছেন। সেই সৃষ্টি সেরা মানুষ আবার পশুর চেয়ে অধম হয় কেমনে। অলসতার কারণে কোনদিন বই পুস্তকে এ বাক্যটির ব্যাখ্যার অনুসন্ধান করিনি। বর্তমান সভ্যতার বর্বরতা আমার চোখে আঙ্গুল ঢুকিয়ে দেখিয়ে দিয়েছে, দেখো মানুষ কিভাবে পশুর চেয়ে আরো অধিকতর নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়। পশুরা কেবল নিজেদের খাদ্য যোগার করার জন্য বা শুধুমাত্র নিজেদের উদরপূর্তির জন্য অন্য প্রাণীদের শিকার করে মাত্র। কোন পশু নিজের জিঘাংসা বা জেদ চরিতার্থ করার জন্য অন্য পশুদের ওপর হামলে পড়ে না। দুর্বৃত্তের রাজনীতির কারণে বিরুদ্ব মতালম্বীদের নির্যাতন করে না। জবর দখল, হামলা মামলা, গোপ্তহত্যা ও ক্রশ ফায়ারিং করে না। মানুষই কেবল তার স্বগোত্রীয় স্বজাতির প্রতি এ সমস্ত আচরণ করে। এ জন্য মানুষ পশুর চেয়ে অধম।

সভ্যতার লাল রক্তের যেই দাগগুলো দৃষ্টগোচর হয় তা কোন পশু সৃষ্ট দাগ নয়, মানুষ পশুরাই সভ্যতার গায়ে এ কালিমাগুলো লেপন করেছে। মানুষকে মারার জন্য ছোট্র অস্ত্রটি থেকে শুরু করে পারমানবিক বোমাগুলো অাফ্রিকার বনজঙ্গলের প্রশিক্ষিত কোন পশুর খোয়ার থেকে আমদানী হয় না। পৃথিবীর উন্নত দেশগুলোর সম্পদের প্রায় অর্ধেক সম্পদ ব্যয় হয় মানুষ মারার অস্ত্রের পিছনে। অথচ তারই পার্শ্ববর্তি দেশের মানুষগুলো অনাহারে অর্ধাহারে কন্কালসার হচ্ছে। পশুবত বিবেক এদের মানবতার দুর্দশায় কখনো আহত হয় না।

এ জন্যই বলা হয়েছে এরা পশু বরং পশুর চেয়েও অধম।

বিষয়: বিবিধ

১০৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File