মানুষের কল্যাণ-১
লিখেছেন লিখেছেন তানযীর সতর্ককারী ২১ জুলাই, ২০১৬, ১১:০৩:৫৯ সকাল
মানুষের কল্যাণের জন্য মানবজাতিকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। 'কল্যাণ' শাব্দিক বা পারিভার্ষিক উভয় অবস্থায় ব্যাপক ব্যাখ্যার অবকাশ রয়েছে। আরবী 'ফালাহ' মানে কল্যাণ। যেমন, সালাত মানুষকে কল্যাণ বা সমৃদ্ধির পথ দেখায় বিধায় বলে বলা হয় "হায় অালাল ফালাহ।
আমরা এই কল্যাণকে বিশেষণ রূপ দিয়ে একটি নির্ধারিত গণ্ডিতে আবদ্ধ করে ফেলেছি। কিন্তু বিশাল জীবনে তা নিতান্তই অাংশিক ও একপেশে।
ব্যাপকতার দৃষ্টিকোণ থেকে ফালাহ মানে মানুষের দুনিয়ার জীবনকে সুন্দর করার সাথে সাথে আখিরাতের জীবনকেও সুন্দর করা।
দুনিয়াকে সুন্দর করতে হলে মানুষের চরিত্র সুন্দর হতে হবে। মানুষের চরিত্রকে সুন্দর করার জন্য যা যা প্রয়োজন তার অায়োজনের নামই কল্যাণ।
একজন মানুষ একদিন তথা ২৪ ঘন্টায় যা করবে যা বলবে বা যা লিখবে তথা তার সার্বিক কর্মকাণ্ডের মুল উদ্দেশ্য হতে হবে 'কল্যাণ'।
মানুষের সামান্যতমও ক্ষতির কারণ হয় বা দীর্ঘ মেয়াদান্তে ক্ষতির কারণ হতে পারে তা করা, বলা ও লেখা যাবে না।
কিন্তু দু:খের বিষয় হলো, আমাদের এখানে এ ধরণের কল্যাণীয়েষুর অভাব খুবই প্রকট। তবে বিভিন্ন সভা-সমিতি,সেমিনার-সিম্পোজিয়াম ও মিডিয়ায় 'কল্যাণ' বিষয়ে সুন্দরভাবে উপস্তাপনের লোকের প্রাচুর্য অত্যধিক।
বিষয়: বিবিধ
৮৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন