বউ এর ভালবাসা
লিখেছেন লিখেছেন ঝুমকা ১৯ জুলাই, ২০১৬, ০৩:১৮:৪৬ দুপুর
বউ বাবার বাড়ী যায়.......৷
বউ......
এই শুন.....বেশিক্ষন রাত জাগবেনা জলদি ঘুমিয়ে পড়বে৷ বাসার দরজা জানালা ভাল করে বন্ধ করবে৷ তোমারতো আবার অভ্যাস দরজা জানাল খোলা রেখে নাক ড়েকে ঘুমানুর৷ পার্শের লোকটা জিন্দা আছে না মরে আছে সে খবরো তোমার থাকে না৷ আর শুন......সকালে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে এর পর অফিসে যাবে৷
স্বামী.....
এত্ত ভালবাসা.....
তাহলে আমাকে সঙ্গে নিয়ে যেতেইতো পারতে?
বিষয়: বিবিধ
৯৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন