ইত্যাদি-২০১৬

লিখেছেন লিখেছেন ঝুমকা ১৯ জুলাই, ২০১৬, ০৩:১৬:০৭ রাত



আমি একজন প্রবাসী। বাজার থেকে পুইশাক কিনে নিয়ে এসে নান্না করছিলাম৷অনেকেই জানেন প্রায় প্রবাসী বাসায় নিজে রান্না করে খায়৷রান্না করছি আর ইত্যাদি ঈদ স্পেশাল ২০১৬ দেখছি৷ অনুষ্ঠানের এক প্রর্যায়ে শিল্পি মমতাজের চিঠির পত্রের উত্তরে এক ভাই প্রবাসী চরিত্রে অভিনয়ে প্রবাসীদের দুঃক্ষ বেদনা কথা কিছুটা বললেও, কিন্ত ইত্যাদির মত জনপ্রিয় এবং জনবহুল মন মাতানো একটি অনুষ্ঠানে৷ শিক্ষক-ছাত্র, ব্যবসায়ী, পেশাজিবী, কর্মজিবী এবং বাংলাদেশে অবস্থানরত প্রবাসী এবং সকল পেশার লোকদের আমন্ত্রর করা হলেও কিন্ত আমন্ত্রন করা হয়নি প্রবাসীদের৷ মধ্যেপাচ্য — সৌদি আরব, ওমান, আরব আমিরাতে বিপুল সংখ্যক প্রবাসীর কষ্ঠের আর ঘামের টাকায় সর্বাদিক রেমিটেন্স পাঠিয়ে সচল করে দেশের ভাগ্যের চাকা৷

এক এক জন প্রবাসী দেশের মায়া, প্রিয় মুখ, দুঃক্ষ বেদনা আর দেশের সকল সুবিদা বঞ্চিত মানুষ গুলিকে ইত্যাদি অনুষ্ঠানে আমন্ত্রন করা হয়না। আমি আশা করি সকলের পাশা-পাশি আগামী ঈদ অনুষ্ঠানে প্রবাসীদের আমন্ত্রন করে ঈদের আনন্দ ভাগা-ভাগী করে আমাদের দুঃক্ষ বেদনা শেয়ার করার জন্য ইত্যাদিকে অনুরুদ করছি।

বিষয়: বিবিধ

১২০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File