মানুষ ও স্বভাব
লিখেছেন লিখেছেন দূর দ্বীপ বাসিনী ০১ জুলাই, ২০১৬, ০৫:০২:১৭ সকাল
যুগ এতো ভালো যে মানুষের চেহারারর দিকে তাকানো যায় না,কথা বার্তা, আচার আচরণ, ভাব কায়দা, অহমিকাবোধ স্বার্থ পরতার এতটাই প্রাচুর্যতা... বোধহয় এ যুগের মানুষ শত শত বছরের লাইফ গ্যারান্টি নিয়ে সৃষ্টিকর্তার সাথে চুক্তি করে এসেছে। একটা মোমবাতি নিঃশেষ হওয়ার মত সময়ও যার বাঁচার গ্যারান্টি নাই তার কথা আর অহংকারবোধ বুর্জ আল খলিফার চেয়ে উঁচুতে। দুই দিনের জন্য দুনিয়াতে মুসাফির হয়ে এসেছে তাতে এতো কিছু,আর যদি নূহ (আ) কিংবা হারুণ (আ) এর যুগের মানুষের মত হাজার বছর দীর্ঘায়ু পেত,তবে প্রতি কদমে কদমে আট রিখটার স্কেলের ভূমিকম্প হতো,চূর্ণ বিচূর্ণ হতো পায়ের তলা ও আশেপাশের সব। ভাগ্যিস মহান প্রভু অতটুকু দেয়নি,যৎসামান্য দিয়েই ছিপি এটে দিয়েছে। এতো এতো কিসের? চোখ খুলে তাকালেই দেখা যে লোকটার দাপটে রাস্তার দুধারের গাছের পাতা থেকে শিকড় সব কাঁপতো,সাইমুম ঝড় বয়ে যেত রাস্তার ধূলোর মাঝে সে মুহূর্তের মাঝেই একটা লাশে পরিণত হচ্ছে,পঁচন ধরা শুরু করেছে। প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ অকালে মরছে,মানুষের গড় আয়ু কমছে...তবুও মানুষের জোর জবরদস্তি, উগ্রতা,অহমিকা থামছে না...ম্যালেরিয়া জ্বরের মত ক্রমাগত বেড়েই চলেছে। কিসের এতো দাপট? হযরত আলী (রা) বলেন," মানুষের কিসের এতো অহংকার যার শুরু এক ফোটা নাপাক পানি দিয়ে আর শেষ মৃত্তিকায়"। বড়ই আফসোস জাগে যখন দেখি সাধারণ মানুষেরাও এসব গুটিকতকের দাপটে বিপন্ন বিপর্যস্ত জীবন যাপন করে। কারো কথায় রক্ত ঝড়ে,কারো শোকে প্রকৃতিও কেঁদে মরে...কারো মৃত্যুতেও প্রকৃতি জানায় ধিক্কার,আবার কাউকে হারায়েও পৃথিবী করে আর্তচিৎকার। সত্যিই দুনিয়াটা চিত্র বিচিত্র। ট্র্যাজেডি, কমেডি, রোমান্টিক, হরর,নিরামিষ, মিরাকল সব মিলিয়েই জগৎসংসার। তবে আমাদের ভুলে যাওয়া উচিত নয়,মহামানব হযরত মুহাম্মদ (স) এর অমোঘ বাণীগুলো...."দুনিয়ার সময়টা হচ্ছে ঠিক এইরকম যেন একজন ক্লান্ত পথিক যৎসামান্য বিশ্রামের জন্য পথের মাঝে একটা বটবৃক্ষের নিচে কিছুক্ষণ দাঁড়ালো,একটু পরেই সে চলে যাবে"। "দুনিয়াতে এমনভাবে বিচরণ করো তুমি একজন পথিক কিংবা মুসাফির "। আল্লাহ আমাদেরকে ঐ " ইহদিনাস সিরাতাল মুস্তামিক অর্থাৎ সহজ সরল পথে চালান"। শেষ দুটি লাইন বলি,"এসেছে নগ্ন গায়ে নগ্ন পায়ে,যাবো ফের একই বেশে ..কি লাভ হবে মিথ্যে হানাহানি হিংসা আর বিদ্বেষে। আমি আজ জ্যান্ত পুতুল,কাল হয়তো লাশের ভাগারে, কি হবে আলোতে মিথ্যে যুদ্ধ করে,হারাবো তো আঁধারে। আমি মাঝি আজ ধরেছি যে হাল,উড়াইছি যে পাল, চূর্ণ বিচূর্ণ হবে সব নিমিষে আজ কিংবা কাল।
বিষয়: বিবিধ
১০১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন