মকিমপুরের ছেলেধরা

লিখেছেন লিখেছেন ওবাদা বিন সামেত ২১ অক্টোবর, ২০১৭, ০৬:৪৩:২২ সকাল

ছোট্ট একটি গ্রামের নাম মকিমপুর। গ্রামের একমাত্র প্রাইমারী স্কুলটির প্রাঙ্গনে আছে সুন্দর এক মাঠ। বিকাল হলে সমস্ত গ্রামের ছেলেমেয়ে ও কচিকাচারা এখানে এসে খেলা করে। বেশ আনন্দে ও নিশ্চিন্তেই কাটছিল মকিমপুরবাসীর জীবন। কিন্তু তাদের সামনে হাজির হলো এক বিপদ। সোনামিয়া নামক দুর্ধর্ষ এক ছেলেধরা মদনপুর গ্রাম থেকে তাড়া খেয়ে মকিমপুরে এসে ঘাঁটি গেড়েছে। প্রতিদিন বিকাল হলেই ওঁৎ পেতে থাকে স্কুলের খেলার মাঠের আশেপাশে। গলাটিপে ঘাড় ধরে বস্তায় ভরে নিয়ে যায় কোমলমতি শিশুদের। প্রতিদিন ২/৩ টা করে এক সপ্তাহে ১৫/২০ টা শিশু গ্রাম থেকে হারিয়ে গেল।

টনক নড়ল অভিভাবকদের। শিশুদের নিরাপত্তার স্বার্থে বাবা-মায়েরা শিশুদের একাকী বাইরে গমন নিষিদ্ধ করলেন। যেসব বাবা-মায়েরা সময় পান, তারা নিজ নিজ বাচ্চাকে সাথে করে নিয়ে খেলার মাঠে নিয়ে আসেন এবং প্রতি মুহুর্তে চোখে চোখে রাখেন। আর যারা সময় পান না, তাদের ছেলেমেয়েরা ঘরেই বন্দী থাকতে লাগল।

শিশুদের এই বন্দীদশা থেকে উদ্ধারে এগিয়ে আসে

বিষয়: বিবিধ

৭৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File