টুডে ব্লগ কর্তৃপক্ষ সমীপে: সামান্য একটু মনোযোগই পারে ব্লগটিকে বিলুপ্তি থেকে রক্ষা করতে
লিখেছেন লিখেছেন ওবাদা বিন সামেত ১০ জানুয়ারি, ২০১৭, ০৫:০৪:৫৩ বিকাল
মাননীয় সম্পাদক ও মডারেটর মহোদয়গণের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের মত নতুন সদস্যরা যারা স্থায়ী সদস্যপদ লাভ করেননি, তারা প্রথম পেজে লেখা প্রকাশ তো দূরের কথা, নিজের প্রোফাইলে নিজের লেখাও দেখতে পাচ্ছে না, বরং প্রতিবার নিজের লেখা সার্চ বক্সে গিয়ে সার্চ দিয়ে বের করতে হচ্ছে। আর অত্র ব্লগের সার্চ বক্সটি গুগলনির্ভর হওয়ায় এবং ব্লগের ডোমেইন ঘন ঘন পরিবর্তন হওয়ায় সার্চের মাধ্যমেও নিজেদের লেখা এডিট করার উদ্দেশ্যে খুঁজে পেতে কষ্ট হয়। এর একটা আশু সমাধান আমরা প্রত্যাশা করছি।
প্রথম পেজে লেখা প্রকাশের সুযোগ না হোক, অন্তত নিজ নিজ প্রোফাইলে যাতে সকল ব্লগার নিজেদের লেখাগুলো দেখতে ও এডিট করতে পারে, সেই সুযোগটা করে দেবার অনুরোধ করছি। উল্লেখ্য যে, বিগত ৭/৮ মাস ধরে আমার মত কোন নতুন ব্লগারেরই স্থায়ী সদস্যপদ লাভের সৌভাগ্য হয়নি। এমন অবস্থা চলতে থাকলে টুডে ব্লগ হয়তো শীঘ্রই আর হাজারটা খুচরা ব্লগের কাতারে স্থান লাভ করবে, যেসব ব্লগে কখনো পাঁচজনের বেশি ভিজিটর থাকে না। ব্লগাররা তখন টুডে ব্লগে একাউন্ট খোলার পরিবর্তে গুগলের ব্লগস্পটে ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট দিয়ে ব্লগ পোস্ট করাকেই শ্রেয়জ্ঞান করবে।
ব্লগ হলো আর দশটা সংবাদ মাধ্যম ও ওয়েবসাইট থেকে আলাদা। শুধু ভিজিট করা, জানা ও পড়ার জন্য মানুষ এখানে আসে না। ব্লগের বৈশিষ্ট্যই হলো- এখানে সবাই লেখক, সবাই পাঠক। একজন লিখবে, আরেকজন তা পড়বে, মন্তব্য করবে, পরস্পর মতবিনিময় করবে, কখনো বা গঠনমূলক বিতর্কও করবে। পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে কোন বিষয়ে সিদ্ধান্ত ও মতামত গড়ে উঠবে। কিন্তু একটা ব্লগে যদি নতুন ব্লগাররা নির্বিঘ্নে লেখা প্রকাশই করতে না পারে, নিজের লেখা অন্য পাঠকের নজরে আনতে বা অন্য লেখকের লেখায় মন্তব্য করতে না পারে, এমনকি নিজের কোন লেখায় হঠাৎ করে কোন একটা নতুন লাইন বা শব্দ যোগ করবার কথা মনে হলে তা করতে গিয়ে যদি কয়েকটি স্তর অতিক্রম করতে হয়, তাহলে এমতাবস্থায় শুধু পাঠক হবার জন্য তো কেউ ব্লগে আসবে না। নবীনবরণে এমন দীর্ঘসূত্রিতার প্রেক্ষাপটে কেউ তো অনির্দিষ্টকাল অপেক্ষা করবে না, বড়জোর নিজে যখন অ্যাকাউন্ট একটা খুলেই ফেলেছি ভেবে নিজের অ্যাকাউন্টটি সক্রিয় রাখলেও নতুন কোন বন্ধু-বান্ধবকে ব্লগে অ্যাকাউন্ট খুলতে উৎসাহিত করবে না। আর ছয় মাস যদি এমন অচলবস্থা থাকতে দেন, তাহলে দেখবেন, নতুন কোন পাঠক বা ভিজিটর আসা তো দূরের কথা, পুরাতন লেখক-ব্লগাররাও পাঠক ও আলোচক (মন্তব্যকারী) না পেয়ে টুডে ব্লগকে গুডবাই জানাবে।
বিষয়: বিবিধ
৯১৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফেবুতে চলে যান, সমস্যা সমাধান হয়ে যাবে
মন্তব্য করতে লগইন করুন