মাদারীপুরের মাতারি
লিখেছেন লিখেছেন ওবাদা বিন সামেত ০৩ নভেম্বর, ২০১৬, ০৭:২৫:৫৪ সকাল
মাদারিপুরের মাতারিরা হয়
কুটনীর শিরোমনি-
একজনকে খাওয়ায় মাখন,
আরেকজনকে টানায় ঘানি।
যেই সংসারে ঢোকে তারা,
হয়ে ওঠে রাজরানী-
তাদের কারণেই জগ-সংসারে
হয় যত হানাহানি।
একজনের রক্তের দাম
তাদের কাছে পানি-
আরেকজনের শখের আব্দার
রক্তের চেয়েও দামি।
একতরফা খাইতে খাইতে
বাড়িছে তাদের ভুঁড়ি;
মিথ্যা দিয়ে সত্য ঢাকিতে
নাইকো তাদের জুড়ি।
একজন দিয়া সাবাড় করিয়া-
আরেকজনের নাম;
এটাই হল ব্যবসা তাদের,
এটাই তাদের কাম।
এক ডাস্টবিনের ময়লা তাহারা
ফেলে আরেক ডাস্টবিনে-
ভেজা বেড়াল সাজিয়া থাকে,
স্বভাবটা মিনমিনে।
'সালিশ মানি, তালগাছ আমার'-
এই তো তাদের নীতি;
নিজের বেলায় শোনায় তাদের
শাশুড়ী-ননদের গীতি।
শাশুড়ী-ননদের আসনে যখন
নিজেরাই বসে যায়-
কোলের বাচ্চা পেটের বাচ্চা
কেউ নাহি ছাড় পায়।
মানবতা আর নৈতিকতা
নাইকো এদের অভিধানে;
হিংসা-লোভ আর নিষ্ঠুরতাই
ভূষণ এদের সবখানে।
স্বামী পিতা ছেলেপেলে
সবার কানেই বিষ ঢালে;
মনছবি আর মায়ার জোরে-
বশ করিয়া নেয় পালে।
মাসুম শিশুর মনেও এরা
বিদ্বেষেরই বীজ বোনে,
ধাক্কা মেরে ফেলে দিলেই
শান্তি এদের নয়নে।
রূপকথার রাক্ষসীর সাথে
নাই যে এদের কোন তফাৎ,
মায়াকান্নার নাটক দিয়েই
করতে পারে বাজিমাত।
তাই তো এরা রূপকথার
গল্প দেখেও ভয় পায়-
রাক্ষসী খাসলতটা আবার
না জানি পাংচার হয়।
মুখের কথা মনের কথা
কভু এদের এক নয়-
সকল কথা সকল বুলি
ভণ্ডামি আর অভিনয়।
মানুষকে এরা ভুলেও কভু
মানুষ ভাবে নাই-
সুযোগ পেলেই মাথার উপর
চড়ে বসে তাই।
আদব-লেহাজ, হায়া-তমিজ
কিছুই এদের নাই;
দাস-দাসীদের কাছে তাদের
সকল সেবাই চাই।
লজ্জা-ঘৃণা, মায়া-দয়ার
সকল মাথাই গিল্লা খায়-
মানুষ দিয়া পারলে তাদের
গুয়ার ময়লাও সাফ করায়।
তাই তো বলি বাপ-মায়েরা
হও রে এবার হুঁশিয়ার / হইয়া যাও রে সাবধান;
মাদারীপুরী আছে যে ঘরে-
মেয়ে দিয়ে ভুল করো না আর / করো না সেথায় কন্যাদান।
(ঘরের) বউ বলো আর (কাজের) ঝি বলো ভাই-
নয় নিরাপদ কোনটাই;
তার চেয়ে গো শ্রেয় তোমার
অনাহারে মরণটাই।
জালেম হলেও এরা সদাই
মজলুম সেজে রয়-
বেনিফিসিয়ারী হলেও দেবে
ভিকটিম পরিচয়।
চালাক-চতুর হয়েও এরা
ভোদাই সেজে রয়;
সত্যিকারের বলদিকেই
চালাক এরা কয়।
চিরসুখী হলেও এরা
জনমদু:খীর ভাব দেখায়;
সত্যিকারের ভুক্তভোগীই
সুখী বলে প্রচার পায়।
মিথ্যাবাদী হিংসুক হলেও
এদের চেনা বড়ই দায়,
সত্যবাদী উদার বলে
করবে দাবি জোর গলায়।
তাই তো এবার শক্ত হাতে
ধরেছি আমার কলমটাই,
খুলব এদের মুখোশটাই,
সবাইকে অবশ্য মাপতে নেই
একই দাড়িপাল্লাতে;
ব্যতিক্রম খুঁজে পাবে তুমি
আছরের শেষ আয়াতে।
বিষয়: বিবিধ
১০৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন