হিন্দু ধর্ম ও একটি আত্মহত্যা !

লিখেছেন লিখেছেন Sagor Das ১৭ জুন, ২০১৬, ০৫:৪৫:২৬ সকাল



এবারের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলে দেখা যায় অস্বাভাবিক পাশের হার | এই পাশের হার নিয়ে আমার কোন মাথাব্যাথা নেই | গত কয়েকবছর থেকেই এমনটা হয়ে আসছে | শিক্ষার্থিরা পড়াশুনা করছে এটা যেমন সত্য তেমনি সরকারের কিছু অলিখিত নীতি মালার বা রাজনৈতিক সিদ্ধান্তের কারনে পাশের হার বাড়ছে এটাও সত্য | তবে এবারের এস এস সি পরীক্ষার ফলাফলে দেখা যায় বরিশাল বোর্ডে একটি স্কুলের হিন্দুধর্মের শিক্ষার্থীদের গনহারে ফেল | যদিও একই শিক্ষার্থী অন্যান্য সব বিষয়ে ভাল ফল করেছে কিন্তু হিন্দুধর্মে ফেল করার কারনে পুরো পরীক্ষাতেই ফেল | এই ফেল করা ছাত্রদের একজন স্কুলভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে | আমার উদ্বেগ এবং মনোক্ষুন্নের কারন এখানেই |

.

হিন্দুধর্মে ফেল করা ছাত্রদের বলব- এই ফেলের কারনে অসম্মানের কিছুই হয়নি | ভারতে মাধ্যমিক পরীক্ষায় ধর্ম বিষয়টা নেই | গনিত ও বিজ্ঞানে A+ পাওয়া ছাত্র যদি হিন্দুধর্মে ফেল করে থাকে আমি তো মনে করি এটা তার জন্য গর্বের বিষয় | উচ্চতর শিক্ষায় ধর্মের গাজাখুরির কোন স্থান নেই | স্রষ্টার স্বরুপ বর্ননা কর-এ ধরনের প্রশ্নে যদি কেউ বিজ্ঞানের আলোকে লিখতে যায় সে তো শুন্য পাবেই | আবার বর্তমানে প্রচলিত বইতে যা লেখা আছে তা লিখতে গেলে হবে আত্মপ্রতারনা | তাহলে যারা ফেল করেছ তারা যে খুব একটা অসস্মানিত হয়েছ তা বলা যাবে না | এটা একবিংশ শতাব্দীর একজন নাগরিকের জন্য গর্বের |

.

একজন শিক্ষার্থীর জন্য এসএসসি পরীক্ষা জীবনের একটি গুরুত্বপুর্ন ধাপ | বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল ভর্তি পরীক্ষায় এস এস এসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর শতকরা হারের কিছু অংশ যোগ করা হয় | এ কারনে এই দুটি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ একজন শিক্ষার্থীর জীবনে আরো গুরুত্বপুর্ন হয়ে গেছে। এই দুই পরীক্ষায় প্রাপ্ত জিপিএর গুরুত্ব যদি শিক্ষাবোর্ড না বুঝে তাহলে তা খুবই দুঃখজনক | একটি পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস যাতে না হয় সেই ব্যবস্থা করার দায়িত্ব শিক্ষাবোর্ডের | কিন্তু গত কয়েক বছর ধরে প্রশ্নপত্র ফাঁস হচ্ছেই | সঠিকভাবে খাতা মুল্যায়ন-নিরীক্ষন-পুনঃনিরীক্ষনের দায়িত্বও শিক্ষাবোর্ডের | এখানেও তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে |

.

ফেল করলে আত্নহত্যা কোন সমাধান নয় | পুন:নিরীক্ষনের সুযোগ আছে | এরপর ও কাজ না হলে তথ্য অধিকার আইনে খাতা দেখার সুযোগ আছে | কিন্ত আত্মহত্যা কোনভাবেই কাম্য নয় | কারো যদি আত্মবিশ্বাস থাকে যে, পাশ করব কিন্তু কোন সমস্যা র কারনে ফেল রেজাল্ট এসেছে তাহলে প্রবেশপত্র ফটোকপি করে আমার কাছে পাঠান, আমি আপনার হয়ে লড়ব | আবার ও বলছি আত্মহত্যা কোন সমাধান নয় | এতে পিতামাতার অপুরনীয় ক্ষতি হয়ে যায় ||

-

- Sagor Das

বিষয়: বিবিধ

১২৩১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372241
১৭ জুন ২০১৬ সকাল ০৮:০১
শেখের পোলা লিখেছেন : ছেলেটা আত্মহত্যার আগে হলে নিশ্চয় যোগাযোগ করত। ধর্মিয় দৃষ্টিতে লোকে বলবে, তার ঐ সময় ঐ ভাবে মৃত্যু হওয়ার ছিল হয়েছে। বিজ্ঞানের দৃষ্টিতে এসব ভাবার দিন গত শতাব্দীতে শেষ হয়ে গেছে, বিান ঠিক তাকে বাঁচিয়ে রাখতে পারত কি বলেন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File