গেস্টাপো ও হাল আমল

লিখেছেন লিখেছেন স্বপ্নলোকের সিঁড়ি ১২ জুন, ২০১৬, ১০:৫২:৫১ রাত

হিটলারের গোপন বাহিনী-গেস্টাপো।১৯৩৩ সালে ক্ষমতাগ্রহণের প্রথম দিকে হিটলার এর অনুমোদন দেন।এত দুর্দান্ত প্রতাপশালী ছিল এ গুপ্ত বাহিনী -যে বাহিনীর ভয়ে মানুষ নিজেদেরকে বাধ্য হয়েই সংযত করে ফেলে।হিটলার বা নাৎসিববিরোধী কোন কথা বললেই গেস্টাপো এজেন্ট জেনে যেত।আর তখন বাড়িতে চিঠি পৌঁছে যেত গেস্টাপো হেডকোয়ার্টারে দেখা করার জন্য।

গেস্টাপোর আরেকটা কৌশল ছিল-Protective Custody.এটির মানে ছিল-বন্দিরা তাদের অনুরোধ করেছে তাদের নিরাপত্তার জন্য তাদেরকে গ্রেফতার করতে।আর পরে চলত...... নিদারুণ আতিথিয়েতা।

ঐ সময় আবার Peoples Court(The Volkedegericht) চালু ছিল যেখানে আইন বা বিচার মানেই ছিল বাংলালিংক দরের মৃত্যুদন্ড।

Night & Frog অপারেশন ছিল রাতের অন্ধকারে চিরতরে শেষ করে দেয়ার অপারেশন-যা আজকের বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারের পূর্বরূপ।

গেস্টাপো ৫টি বিভাগে কাজ করত।এর মধ্যে প্রথম বিভাগ হল-রাষ্ট্রের শত্রু।রাষ্ট্রের শত্রুর অন্তর্ভুক্ত ছিল কমিউনিস্ট,উদার ব্যক্তি,প্রতিবিপ্লবী শ্রেণী। এদেরকে দমনের জন্য নেয়া হয় গুপ্তহত্যার মত ভয়ানক পন্থা।

শুধু তাই নয়-এ বাহিনী ছিল যাবতীয় জবাবদিহিতার উর্ধে।শাসক তথা নাৎসি বাহিনীর পক্ষে দমনাভিজান করাই ছিল তাদের মূল কাজ।

"Neither the instructions, nor the affairs of the Gestapo, will be open to reveiw by administrative court."

উপরোক্ত বিষয়ের সাথে মিলিয়ে আজকের পরিস্থিতির একটা সহজ সমীকরণ দাঁড় করানো যায়।

সহজ কথা বলতে কহ সহজে

সহজ কথা যায়না বলা সহজে।

বিষয়: রাজনীতি

৯৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File