মরিচীকার সাতকাহন!!!

লিখেছেন লিখেছেন ব্লগারনির্ভীক ০৮ অক্টোবর, ২০১৬, ০৫:১৩:৩০ বিকাল

আমরা কি আসলেই মরিচীকার পিছনে ছুটছি, হা আমরা মরিচীকার পিছনেই ছুটতে ছুটতে আজ ক্লান্ত। কেন তুমি মরিচীকার পিছনে ছুটছো, এটাই আমাকে চিকচিক আলো ছড়িয়ে ডাকছে আমি এর পাছে নাগেলে কেমন করে হয় বল। এর দিকে আমি যত অগ্রসর হব ততই আমার লাভ তা কি তুমি বুঝনা, কিভাবে তোমার লাভ, এই যে আমাকে ঈমান, ইসলাম, নামাজ, রোজা, সত্যকথা বলা, সৎ পথে চলা, মানুষের উপকার করা, প্রতিবেশীকে সহযোগীতা করা, পিতামাতার হক পালন করা, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই সব করা লাগেনা চিন্তামুক্ত থাকতে পারি। এতে তোমার লাভ, সুদ ঘুষ খেতে পরি, অপরের টাকা মেরে দিতে পারি, মানুষের প্রতি নির্ধিদায় অন্যায় জুলুম অত্যাচার অবিচার করতে পারি, মেয়েদের ভোগ করতে পারি, বাড়ি করেছি ফ্লাট আছে গাড়ি আছে, আহা আর কি চাই? এইযে শুনুন হা আপনাকেই বলছি ১ মিনিট দুচোখের পাতা একটু বন্ধ করে চিন্তা করুন শ্বাসটি বন্ধ হলেই আপনি লাশ। কার জন্য এই সব কাজ করছে সে কে???

তাই আসুন আমরা মরিচীকা মুক্ত হয়ে আল্লাহর পথে নিজের জীবন গড়ে মানব সেবায় আত্মনিয়োগ করি।

বিষয়: বিবিধ

৯৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File