বিশ্ববিভেকের প্রশ্ন?? মুসলমানরা কতটুকু ইসলাম বুঝে ও পালন করে।

লিখেছেন লিখেছেন ব্লগারনির্ভীক ২২ জুলাই, ২০১৬, ১২:২৬:১৫ দুপুর

এই বিশ্বে যত মুসলমান তারা কি নামদারী মুসলমান নাকি বুঝে শুনে ইসলামকে মেনে নিয়েছে তা আমাদের এখন পর্যালোচনা করার অপরিহার্য বিষয় হয়ে দারিয়েছে।আমাদের এখন চিন্তা করতে হবে আমরা নিজেদের মুসলমান হিসেবে প্রতিষ্ঠিত করব না দাদার ছেলে বাবা আর বাবার ছেলে আমি বংশগত পরম্পরায় মুসলিম বলে নিজেদের জাহির করব।ডাক্তারের ছেলে যেমন সঠিকভাবে পড়াশুনা করে নির্দিষ্ট বিষয়ে চান্স পেয়ে পড়তে হয় সেরকম ইন্জিয়ার বা অন্যান্য বিষয়ে একই রকম হলে মুসলমান হতে কেন কুরআন হাদিস ভালভাবে পড়ে বাস্তব জীবনে তার অনুশীলন করবে না।আজ পৃথিবী সবখানে খুজলে দেখা যাবে যে মুসলমান তার কাজ সঠিকভাবে করছে না তার সংখ্যা নিহায়েত কম নয়।তাই তরুন সমাজকে আজ সহজভাবে ইসলামকে বুঝার জন্য পড়ার কোন বিকল্প অন্যকোন উপায় নেই।এই ইন্টারনেটের যুগে সহজেই ইসলামকে জানার ক্ষেত্র তৈরি হয়েছে সেখানে কেন আজ তরুন সমাজ ভূল পথে পা বাড়াচ্ছে তা আমাদের উপলব্ধি করা প্রয়োজন। কারন আমরা আমাদরর ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে ইসলামকে পালনীয় অনুসরণীয় আদর্শ হিসেবে না নিয়ে তাকে সৌজন্য তায় নামিয়ে এনেছি। তাই আামাদের সকল প্রচেষ্টা যেন হয় সত্য সুন্দর সহজ সরল ভাবে ইসলামী অনুশাসন মেনে চলে নিজেদের জীবন শান্তিময় ও ইসলামের আলোয় আলোকিত করা।

বিষয়: বিবিধ

১০৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File