কুড়িয়ে পাওয়া নবজাতক নিয়ে নিঃসন্তান দম্পতির ঘরে খুশির বন্যা

লিখেছেন লিখেছেন ব্লগারনির্ভীক ২৬ জুন, ২০১৬, ০১:৩৩:৫৪ দুপুর

রাজবাড়ীর গোয়ালন্দে গত ১৮ জুন ঝোপের আড়াল থেকে পরিত্যক্ত অবস্থায় এক কন্যাশিশু উদ্ধার করা হয়। পরে শিশুটিকে ৯ বছরের সংসার জীবনে নিঃসন্তান দম্পতিকে দত্তক দেয়া। এভাবে কতশত নবজাতক পরিত্যক্ত হিসেবে পাওয়া যাচ্ছে কেউ ড্রেনে, ডাষ্টবিনে, পথের পাশে, ঝোপঝাড়ের আড়ালে কিংবা ডোপায়। অসু্স্থ মানসিকতার অসুস্থ সভ্যতায় এর শেষ কোথায়। এইতো ৫০ বছর আগেও যেখানে এদেশের কৃষ্টি কালচার ছিল অনেক সুন্দর রিকশা কিংবা গরুরগাড়ী বা অন্নকোন যানবাহনে চলার সময় এদেশের মা-বোনেরা চাদর দিয়ে ডেকে চলাফেরা করতেন আর এখন এদের কাছে পাশ্চাত্যের নগ্নতাই ফ্যাশন বা কালচারে পরিনত হয়েছে। বাংলাদেশের অক্সফোর্ড ক্ষ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে একই ব্যাচের ছেলেমেয়েদের কথাবলা বা দেখা করার জন্য শিক্ষকের কাছে দরখাস্ত করে অনুমতি নিয়ে শিক্ষকের উপস্থিতিতে পর্দার আড়ালে কথাবলার অনুমতি পাওয়া যেত সেখানে আজ সমাজ কোথায়। আজ ভাবতে অবাক লাগে স্কুল কলেজ পড়ুয়ারা মেলামেশাকে এতই সহজ মনে করে যে দৈহিক মিলনও তাদের কাছে খেলতামাশার বিষয়। ইসলামে সাক্ষাৎ করার ক্ষেএে তৃতীয় একজনের উপস্থিতি বাধ্য করা হয়েছে, একবার কারও প্রতি দৃষ্টি গেলে তা সরিয়ে নিতে বলা হয়েছে দ্বিতীয় দৃষ্টিকে শয়তানের দৃষ্টি বলা হয়েছে। সমাজের এই করুন অবস্থায় ভেঙ্গে যাচ্ছে পারিবারিক প্রথা পারস্পারিক শ্রদ্ধা ভালবাসা। এর শেষ কোথায়?

বিষয়: বিবিধ

১০৯৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373211
২৬ জুন ২০১৬ রাত ০৮:১৩
শেখের পোলা লিখেছেন : আমাদের জ্ঞানী গুণী সমাজপতিরা ইসলামকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিজাতীয় ফ্যাশানকে আমদানী করে এ অবস্থার সৃষ্টি করছে। দোষ দেবেন কাকে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File