মানসিক রোগযুক্ত দেশ কবে হবে মুক্ত
লিখেছেন লিখেছেন ব্লগারনির্ভীক ২০ জুন, ২০১৬, ০৪:০৫:৩২ বিকাল
আজকাল খবরের বাজার রমরমা। নিশ্চিন্ত ব্যবসা করে যাচ্ছে খবরের ফেরিওয়ালারা। সত্য মিথ্যা আংশিক সত্য কিংবা মিথ্যা। সমাজের সকলদিক আজ পাপাচারে সয়লাভ। মিথ্যাবাদী আর নির্যাতনকারীদের উচ্চ কন্ঠের দাপটে সত্য আজ নিবু নিবু করে মৃত প্রায়।তবুও মানুষ আশায় বুক বাদে এই বুঝি কিছুটা মুক্ত হবে এভাবেই পার করছে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত দিনাতিকাল। এযেন এক মানসিক বিকারগ্রস্ত সভ্যতার জনপদ। বড়রা ছোটদের স্নেহ করা ছোটরা শ্রদ্ধা করা ভুলেগেছে। স্কুল কলেজ আজ নোংরামিতে ভরা, অতীতে যেখানে আমরা দেখতাম সিগারেট কিংবা মেয়েদের সাথে কথা বলার আগে ছেলে কিংবা মেয়েরা অনেক সতর্ক থাকত পাছে কেউ দেখে কিনা এই ভয়ে আর এখন এটা ফ্যাশন।পহেলা বৈশাখ, শবেবরাত, শবেকদর, ঈদসহ বিভিন্ন সময়ে পরিবার পরিজন সহিত ঘুরতে যেত সবাই এখন রাস্তাঘাটে চলাই দায় অসভ্য বর্বর পশ্চিমা কালচারে মগ্ন তরুনতরুনীর উশৃংখল উন্মাদনায়।মাঝেমাঝে ভাবি এ থেকে সমাজ দেশ জাতীর মুক্তির প্রহর কবে। পরিবারবর্গের যে মমত্ববোধ ভালবাসা আন্তরিকতা সম্মান সহযোগীতা আজ কোথায় হারিয়েছে। এই কি ৯০% মুসলমানের দেশ না মানসিক সমস্যাগ্রস্ত দেশ। সবাই যেন মনসতান্তীকতায় ভুগছে সবাই আজ কথা হারিয়ে বাকরুদ্দ। হতাশায় নিমজ্জিত এক জাতী কবে হবেমুক্ত পাবে আশার সোনালি সূর্যোদ।।
বিষয়: বিবিধ
৭৫৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন