তাকওয়া কি শুধু সিয়াম পালন

লিখেছেন লিখেছেন ব্লগারনির্ভীক ১৮ জুন, ২০১৬, ০২:৫৯:৪০ দুপুর

আমাদের দেশে একটি প্রচলিত নিয়ম রয়েছে রমজান মাস আল্লাহ্‌ ভীতি বা তাকওয়া অবলম্বনের মাস।এ মাসে সিয়াম বা রোজা পালন করতে হবে, গালাগাল ঝগড়া ফেসাদ করা যাবে না সংযমী হতে হবে। কিন্তু বাস্তবতা বড়ই নিষ্ঠুর আমরা ভুলে যাই তাকওয়া বা আল্লাহ্‌র ভয় সিয়াম পালনের মাঝে সীমাবদ্ধ নয়।মহান রব্বুল আলামিন সুরা আলইমরান-১০২ নং আয়াতে বলেছেন- হে ঈমানদারগন আল্লাহ্‌কে ভয় কর,ঠিক যতটুকু ভয় তাকে করা উচিৎ, (তার কাছে সম্পুর্ন) আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যু বরণ করো না। এটা দ্বারা আমরা কি বুঝি আল্লাহ্‌কে আমরা ভয় করব পানাহার থেকে বিরত থাকতে নাকি আমার আমল আখলাক লেনদেন মুয়ামিলাত সর্বোপরি আমার জীবনের সকল কাজে আমরা তাকওয়া অবলম্বন করব।আমরা রোজা রাখি সুদ খাই যেকোন কাজে ঘুষ যেন এখন নিত্তনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হযরত আয়েশা রাঃ থেকে বর্নিত রাসূল সাঃ বলেছেন -ক্ষুদ্র ও নগন্য গুনাহ থেকেও তোমরা আত্মরক্ষা করে চলবে, কারন তোমাদেরকে এ সম্পর্কেও জিগ্যেসাবাদ করা হবে। তাহলে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এমনকি রাষ্ট্রীয় জীবনেও এই ছোট বড় সকল গুনাহ থেকে বেচে চলতে হবে। এ সংক্রান্ত আরেকটি হাদীস হল-হযরত আতীয়া সা'আদী রাঃ থেকে বর্নিত রাসূল সাঃ বলেছেন- মুত্তাকীর অন্তর্ভুক্ত ততখন পর্যন্ত হতে পারবে না যতখন গুনাহের আশংকা হয় এমন কাজ থেকে নিজেকে বিরত রাখে যেন গুনাহ নেই এমন ছোট কাজগুলো বাদ দিয়ে দেয়। তাই আসুন আমরা তাকওয়া অবলম্বন করে মুত্তাকী হই এবং সত্যবাদী দের সহযোগী হই। এ সংক্রান্ত একটি আয়াত দিয়ে আজকের লেখা শেষ করব। মহান আল্লাহ্‌ সুরা তওবা-১১৯ নং আয়াতে বলেছেন- হে ঈমানদারগন! আল্লাহ্‌কে ভয় কর এবং সত্যবাদীদের সহযোগী হও।

বিষয়: বিবিধ

৮৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File