খুন আর কত

লিখেছেন লিখেছেন ব্লগারনির্ভীক ১০ জুন, ২০১৬, ০২:৫৪:০৬ দুপুর

পুরোহিত, সেবক, ভিক্ষু, পাদ্রিসহ একের পর এক হত্যায় বাংলাদেশ ।পুলিশের এক হিসেব বলছে, চলতি বছরের প্রথম ৪ মাসেই হত্যাকাণ্ড ঘটেছে সাড়ে ১১শ’র বেশি।গত ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ৯ জন ।একের পর এক হত্যাকা- চালিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নামে দায় স্বীকার করা হলেও এর নেপথ্যে আসলে কারা সে রহস্য ভেদ করা যাচ্ছে না।

এভাবে খবর পেতে পেতে ভাষা,যুদ্ধ ও বিভীন্ন বিষয়ে সংগ্রামী বীরের জাতী আজ বিশ্বে খুনি জাতী হিসেবে আত্মপ্রকাশ করেছে।প্রতিনিয়ত শুধু খুনের খবরে জাতী আজ বাকরুদ্ধ।মায়ের হাতে সন্তান খুন,সন্তানের হাতে মা।ভাইয়ের হাতে ভাই খুন,ভাইয়ের হাতে বোন।বাবার হাতে ছেলে খুন,ছেলের হাতে বাবা।এছাড়াতো সন্ত্রাসী গোষ্ঠীর হাতে খুনের ঘটনা প্রতিদিন ঘটছে।এই সব কারনে আজ সাধারন জনগন ভয়ান্বিত মৃতপ্রায় তাদের আচরন আজ মানসিক রোগীর মত অথবা কোন মেশিনের মত চলছে মার খাচ্ছে আহত হচ্ছে মারা যাচ্ছে নেই কোন প্রতিবাদ,প্রতিরোধ,বিচার।বিচারের নামে চলে তদন্ত প্রহসন এর যেন নেই শেষ।খুন ধর্ষন নির্য়াতন অবিরাম দারায় বিরতীহিন ভাবে চলছে বাংলাদেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে।

বিষয়: রাজনীতি

৮৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File