বাস্তবে কোন নায়ক নেই সবাই ভিলেন
লিখেছেন লিখেছেন রাফি বিডি ০৭ জুন, ২০১৬, ০৩:০৫:২৭ রাত
সিনেমাতে দেখা যায় কোন অসহায় বাচ্চা যদি রাস্তায় একসিডেন্ট করে পড়ে থাকে তবে তৎক্ষনাত নায়ক এসে বাচ্চাটি কে হাসপাতালে নিয়ে যায়। বাচ্চাটির গরীব বাবা তার চিকিৎসার লাখ টাকা ম্যানেজ করতে পারে না কিন্তু সেই নায়ক টাকা পরিশোধ করে বাচ্চাটি কে বাঁচায়। অথবা রাস্তায় মাস্তানরা কোন অসহায় নরীকে জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা করে তখন নায়ক এসে হাজির হয়, অসহায় মেয়েটিকে বাঁচায়। এগুলো সিনেমার গল্প যার সাথে বাস্তবতার কোন মিল নেই। তবে প্রতিটা সিনেমার গল্প বাস্তব জীবনের কোন না কোন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থেকে নেয়া। সিনেমা বা গল্পে সত্যের বিজয় থাকে বা একজন শক্ত প্রতিবাদী থাকে যার বাহু শক্তিতে সমস্ত অন্যায় মুখ থেতলে পালিয়ে যায়। প্রতিদিনই অপশক্তি আর অপক্ষমতাধর মানুষেরা তাদের ক্ষমতার অপব্যবহার করে খুন,ধর্ষন,চাঁদাবাজি সহ সব ধরনের অপকর্ম করছে। প্রতিটা অশালিন কাজের পেছনেই ক্ষমতাধরদের হাত। একজন নারীকে উতপ্ত,কুপ্রস্তাব অথবা তাকে খুনসহ সমস্ত অপতৎপরতার পেছনেই ওইসব ক্ষমতাধরদের বিচরন! বাস্তব এই চিত্রটি যদি ঠিক সিনেমার গল্পের মতই হতো তাহলে হয়তো কোন না কোন ভাবে একজন নায়ক এসে সমস্ত অপশক্তিকে ভেঙ্গেচুরে একটা সুন্দর পৃথিবী উপহার দিতো! বাস্তব জিবন থেকে সিনেমার গল্প হলেও এখানে সিনেমার মত কোন নায়কের অাবির্ভাব হয় না। অাবির্ভাব হয় নতুন নতুর অপশক্তির, যাদের হাতে নির্যাতীত হয়ে মৃত্যর পথে ফিরে যায় অসহায় এবং সাধারন মানুষ! সিনেমাতে সত্যের বিজয় আছে,অপশক্তির নিধন অাছে কিন্তু বাস্তব তার উল্টো আর উল্টো বলেই যে অসহায় মানুষটি বা নারীটি খুন হয় সেই খুনিদের বাঁচাতে হাজার হাজার হাত এসে জড়ো হয়। খুনিরা বেঁচে যায় নতুন কোন খুন বা ধর্ষণের ঘটনার জন্ম দেয়ার জন্য! এ পৃথিবীতে শুধু অন্যায়ের বিজ বপন করা হয় নতুন নতুন অন্যায় ঘটানোর জন্য। চারিদিকে শুধু আর্তনাদ ছাড়া আর কোন শব্দ শোনা যায় না। মরার আগেই মানুষের মরনটা যেনো স্বাভাবিক ঘটনা। অস্বাভাবিকতা হচ্ছে মানুষের সুস্থ ভাবে বেঁচে থাকা। বাস্তবের কিছু চিত্র যদি সিনেমার গল্পের মত হতো তাহলে হয়তোবা পৃথিবীকে স্বাধুবাদ জানানোর ইচ্ছা পোষন হতো বার বার। সভ্যতার বিবর্তনে পৃথিবীর চিত্র পরিবর্তন হলেও মানুষের ভেতরে সেই পশুবৃত্তি রয়ে গেছে। পৃথিবীর পরিবর্তন হয় আর মানুষ পশু থেকে আরো পশুতে রুপান্তর হয় বা হচ্ছে যার পেছনে ক্ষমতা নামক শব্দটিই মুল চরিত্র!
বিষয়: বিবিধ
৮১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন