আসুন, অসাম্প্রদায়িকতা শিখি

লিখেছেন লিখেছেন জুবাইর ০৬ জুন, ২০১৬, ০৪:৩৯:৫১ বিকাল

* চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রী মাহমুদা আক্তার নিহত হওয়ার পর কোন মিডিয়া শিরোনাম করে নাই, "সন্ত্রাসীদের হামলায় মুসলিম গৃহবধূ বা মুসলিম পুলিশের স্ত্রী নিহত!"

.

* কিন্তু নাটোরে ব্যবসায়ী সুনীল গোমেজকে হত্যার পর প্রায় সব মিডিয়ায় শিরোনাম করেছে, "সন্ত্রাসীদের হামলায় খ্রিস্টান ব্যবসায়ী নিহত!"

.

এখানে, প্রথম ঘটনায় মাহমুদা আক্তার পুলিশ সুপারের স্ত্রীই রয়েগেলন, তাদের শিরোনামে হতে পারলেন না "মুসলিম গৃহবধূ" বা "মুসলিম পুলিশের" স্ত্রী। কিন্তু সুনীল গোমেজ সংবাদ শিরোনামে ঠিকই হয়ে গেলেন "খ্রিস্টান ব্যবসায়ী"।

.

তাহলে এখানে কে সাম্প্রদায়িক?? অথচ এই সাংবাদিকরাই আবার সাম্প্রদায়িকতারবিরুদ্ধে কথা, কিন্তু তারা নিজেরাই সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে সংবাদ করে। আগে চেইঞ্জ ইউর মাইন্ড, তারপর সমাজ বদলে যাবে।

.

আর হ্যা, মাহমুদা আক্তার কিন্তু খুন হন চট্টগ্রামের জিইসি মোড়ের হিন্দু মন্দির আর খ্রিস্টানদের গীর্জা থেকে মাত্র কয়েক গজ দূরে। এটা কোন রিপোর্টে কেউ বলে নাই। কিন্তু গোমেজ যদি কোন মসজিদ বা মাদ্রাসার কয়েক মাইল দূরেও যদি খুন হত, তাহলে তা সাংবাদিকদের রিপোর্টে ঠিকই উল্লেখ থাকত সেই সব মসজিদ বা মাদ্রাসার নাম।।

বিষয়: রাজনীতি

৭৭৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371212
০৭ জুন ২০১৬ সকাল ০৬:০৪
শেখের পোলা লিখেছেন : শুভঙ্করের ফাঁকী একেই বলে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File