@@@★★★ আল কোরান ★★★@@@

লিখেছেন লিখেছেন জানে আলম রেজা ১১ জুন, ২০১৬, ০৪:০০:২৭ রাত

@@** আল কোরান **@@

""""" জে আলম রেজা""""

পবিত্র মহান এই আল কোরান

আল্লাহ্‌ প্রদত্ত মহিমান্বিত গ্রন্থ,

আছে মানব জাতির সমাধান

থাকবে আজীবন সেতো জীবন্ত।

মক্কার অদূরে সুউচ্চ হেরা পর্বতে

পেয়ারা নবীর শানেই অবতীর্ন

করেছেন মহান রাব্বুল আলামীন,

রাসুল(সাঃ)এর বক্ষ করে বিদীর্ণ।।

পবিত্র মাহে রমজানের নেয়ামত

এই মানবতার মুক্তির কল্যানে,

এসো বুঝে পড়ি,করি তিলাওয়াত

সত্য সুন্দরকীর্তি সৃষ্টির সন্ধানে।

আল কোরানের নিপুন শব্দ বুননে

রয়েছে এক অপরুপ সৌন্দর্য,

১১৪টি অর্থবহ সূরায় সম্বলিত

আছে অসাধারণ ছন্দ কারুকার্য।

সহীহ মুসলিম হাদিসে বর্ণিত

কোরানই হল রাসুলের চরিত্র।

এসো কোরানে হই আলোকিত,

চেস্টা করি যেন থাকিতে পবিত্র।

এসো অর্থসহ কোরান বুঝে পড়ি

আলোকিত সুন্দর জীবন গড়ি।

এসো কোরানের আলোয় সমাজ করি পরিবর্তন,

চল আল্লাহ্‌র কাছে নিজেকে করি সমর্পন।

★*****★******★*****★

বিষয়: বিবিধ

৮৮৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371670
১১ জুন ২০১৬ সকাল ০৭:৫১
শেখের পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File