বিয়ে!

লিখেছেন লিখেছেন প্রভাতের আলো ২৮ মে, ২০১৬, ১১:৫৮:৩৫ রাত

বিয়ের মাধ্যমে জীবনের একটি নতুন অধ্যায়ের সুচনা হয়। এর মাধ্যমেই আমরা পেয়ে থাকি আমাদের পরবর্তী প্রজন্ম। কিন্তু যদি সেই বিয়ের সুচনাটাই হয় বিধাতার আদেশের অমান্য করে , তবে সেখানে আল্লাহর রহমতের আশা কতটুকু করা যায় !বর্তমানে বেশির ভাগ বিয়েতেই আমরা নিজেদের (মুসলিমদের) সংস্কৃতি ভুলে বিজাতীয় সংস্কৃতি কে কার চাইতে বেশি শো করতে পারবো সেই প্রতিযোগিতায় লিপ্ত। তাই বিয়ের দাওয়াতগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। তারপরেও সামাজিকতা / আত্মীয়তার কারণে যেতে হয় .গত কিছুদিন আগে আমার খুব ক্লোজড এক কাজিনের বিয়েতে এই শর্তে যাই , নাচ-গান , ডাম , ডাক ঢোলের আয়োজন করবে না। কিন্তু তিনি ঠিকই করলেন , এবং বললেন উনাকে না জানিয়েই এসব করা হয়েছে ; যদিও উনি নিষেধ করেছিলেন। যাই হোক ওখানে আমার কয়েক দিন থাকার কথা থাকলেও আমি মেহমানদের আপ্যায়ন পর্ব শেষ করেই চলে আসি , অনেকটা কাউকে না জানিয়ে। আজকে এমন এক বন্ধুর বিয়েতে গিয়েছিলাম , যে ইসলামি আন্দোলনের একজন কর্মী। তার পুরো পরিবার ইসলামিস্ট। কিন্তু অবাক হলাম বিয়ের দিন মনে হয় পর্দার বিধান রহিত হয়ে যায় ! সেই ইসলামিস্ট বন্ধুটিও চুপ চাপ, বরংচ তার বৌ কে দেখার জন্য আমন্ত্রন করতেছে .অবিয়ের মাধ্যমে জীবনের একটি নতুন অধ্যায়ের সুচনা হয়। এর মাধ্যমেই আমরা পেয়ে থাকি আমাদের পরবর্তী প্রজন্ম। কিন্তু যদি সেই বিয়ের সুচনাটাই হয় বিধাতার আদেশের অমান্য করে , তবে সেখানে আল্লাহর রহমতের আশা কতটুকু করা যায় !বর্তমানে বেশির ভাগ বিয়েতেই আমরা নিজেদের (মুসলিমদের) সংস্কৃতি ভুলে বিজাতীয় সংস্কৃতি কে কার চাইতে বেশি শো করতে পারবো ছেই প্রতিযোগিতায় লিপ্ত। তাই বিয়ের দাওয়াতগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করি . তারপরেও সামাজিকতা / আত্মীয়তার কারণে যেতে হয় .গত কিছুদিন আগে আমার খুব ক্লোজড এক কাজিনের বিয়েতে এই শর্তে যাই , নাচ-গান , ডাম , ডাক ঢলের আয়োজন করবে না . কিন্তু তিনি ঠিকই করলেন , এবং বললেন উনাকে না জানিয়েই এসব করা হয়েছে ; যদিও উনি নিষেধ করেছিলেন। যাই হোক ওখানে আমার কয়েক দিন থাকার কথা থাকলেও আমি মেহমানদের আপ্যায়ন পর্ব শেষ করেই চলে আসি , অনেকটা কাউকে না জানিয়ে .আজকে এমন এক বন্ধুর বিয়েতে গিয়েছিলাম , যে ইসলামি আন্দোলনের একজন কর্মী . তার পুরো পরিবার ইসলামিস্ট . কিন্তু অবাক হলাম বিয়ের দিন মনে হয় পর্দার বিধান রহিত হয়ে যায় ! সেই ইসলামিস্ট বন্ধুটিও চুপ চাপ . বরংচ তার বৌ কে দেখার জন্য আমন্ত্রন করতেছে। অন্তত আমাদের দেশের ইসলামি আন্দোলনের কর্মীরা কি পারে না সম্পূর্ণ ইসলামি পন্থায় বিয়ে করে সমাজের সামনে একটি ইসলামি বিয়ের মডেল তুলে ধরতে ?

বিষয়: বিবিধ

৯৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File