ইচ্ছে করে, মুহাম্মদ শাহাদাত হুসাঈন হৃদওয়ান!
লিখেছেন লিখেছেন সত্যের সন্ধানী ঃ মুসাফির ২৪ মে, ২০১৬, ০৫:৩৫:৩৫ বিকাল
আমার কেবল ইচ্ছে করে
কোরআন খুলে পড়তে,
কোরআনেরি মত একটা
সুন্দর জীবন গড়তে!
কোরআনেতে আছে নূর
আছে কত শান্তি,
কোরআন যতই পড়ি মোদের
দূর হয়ে যায় ক্লান্তি!
আমি পড়ি, তুমি পড়
বলবো সবাই পড়তে,
কোরআনেরি মত একটা
সুন্দর জীবন গড়তে!
""সমাপ্ত""
বিষয়: বিবিধ
৮৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন