মস্তবড় এক পেটুকের গল্প

লিখেছেন লিখেছেন অভদ্র বুদ্ধিজীবী ২৩ মে, ২০১৬, ০১:৫৯:০৭ দুপুর

মরুচারী আরবদের অতিথিপরায়নতা ইতিহাসের এক বিরাট অংশ দখল করে আছে। যুদ্ধবাজ হলে ও আরবদের মাহমানদারীতার জুড়ি নেই।

একবার এক আরব বেদুইন কোন এক কাজে মরুভুমির মধ্য দিয়ে কোথায় ও যাচ্ছিল। পথিমধ্যে রাত হয়ে গেলে সে এক মরুগোত্রের কাছে রাতের বেলায় থাকার ইচ্ছা প্রকাশ করে। একজন লোক তার মেহমানদারিতার দায়িত্ব গ্রহন করে। রাতের বেলায় তার সামনে গুলা পাঁচেক রুটি আর কিছু তরকারি পরিবেশন করা হয়। তরকারী শেষ হয়ে গেলে মেজবান ভিতর থেকে রুটি আনতে যায়। গুলা পাঁচেক রুটি এনে দেখেন আগের রুটিগুলো শেষ। রুটি রেখে তরকারী এনে দেখেন তরকারী শেষ। এভাবে প্রায় দশ-বার বার রুটি আর তরকারী আনা-নেওয়ার পর মেজবানের সব খাবার শেষ।

এবার মেজবান ঐ মেহমানকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কোথায় যাবেন?

লোকটি বলল, আমার পাকস্থলীতে হজমের সমস্যা দেখা দিয়েছে। আগের মত আর খেতে পারি না!! এখন একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাচ্ছি। তিনি নাকি হজম শক্তি বাড়ানোর ঔষধ দিয়ে থাকেন।

একথা শুনে মেজবান বলল, ভাই আমি আপনার কাছে একটা অনুরোধ করছি।

আপনি ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার পর দয়া করে এই পথ দিয়ে আর আসবেন না।

বিষয়: বিবিধ

১০৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File