মুক্তমনার নামে ইসলাম বিদ্বেষ কখনো কাম্য নয়

লিখেছেন লিখেছেন অভদ্র বুদ্ধিজীবী ২০ মে, ২০১৬, ০৭:৩৪:২৫ সকাল

বিভিন্ন ব্লগে মুক্তমনাদের লেখাগুলো পড়লে মনে হয় এরা কেবল ইসলামের ব্যাপারেই মুক্ত সমালোচনা করছে। ইসলামের বিরুদ্ধে আজেবাজে সব লিখছে আর কিছু বলতে গেলেই জবাব দেয়, আমি মুক্তবাক চর্চার অধিকার রাখি। সো আমি যা ইচ্ছা বলতে পারব।

কিন্তু আসলে কি তারা মুক্তবাক চর্চা করছে?

আপনি যদি তাদের এসব ভন্ডামী তুলে ধরে কোন লেখা পোস্ট করেন তখন দেখবেন এরা কতটা মুক্তমনা? আমি এমন অভিজ্ঞতার সম্মুখিন হয়েছি বহুবার।

বিষয়: বিবিধ

৮৩২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369665
২০ মে ২০১৬ রাত ০৮:২০
শেখের পোলা লিখেছেন : সেলীম ওসমান সাহেবের কান ধরে উঠবোসই এদের পাওনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File